টিকা দেওয়ার পরেও দেশে কতজন আক্রান্ত? রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

টিকা দেওয়ার পরেও দেশে কতজন আক্রান্ত? রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

কলকাতা: কোভিডের টিকা দেওয়ার পরেও দেশে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করতে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ অন্যান্য রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। আজ কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অয়াই জে দস্তুর আদালতকে এই কথা জানিয়েছেন। টিকা নেওয়ার পরেও আক্রান্তর তথ্য জোগাড় করার কোন পরিকাঠামো না থাকায় সেই সংখ্যা জানতে রাজ্যগুলিকে চিঠি দেওয়ার পাশাপাশি এই সংক্রান্ত নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে এই সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে ৮৯ জন কলকাতার এবং উত্তর ২৪ পরগনার। সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানে এই দুই জেলাই। দ্বিতীয় স্থানে ফের হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৫৭ জন। তৃতীয় স্থানে দার্জিলিং, সেখানে আক্রান্ত ৫৪ জন বাসিন্দা। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৫৯৩ জন। আর কোভিডে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের, জা গতকালের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে, একদিন সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন। সব মিলিয়ে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬ জন। দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫৫ লক্ষ ০৪ হাজার ৫৯৩ জন।

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ভারতে সম্ভবত অতিমারির দিন শেষ হয়ে এসেছে। অর্থাৎ এতদিন ধরে যে ‘প্যান্ডেমিক’ চলছিল সেটি এখন পৌঁছে গিয়েছে ‘এন্ডেমিক’-এর জায়গায়। ভারতে এখন করোনাভাইরাস এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে মনে করা হচ্ছে পরিস্থিতি এখন অতিমারি পর্যায়ে নেই। অর্থাৎ ভারত এখন অতিমারি কাটিয়ে তুলনামূলক নিয়ন্ত্রিত জায়গায় পৌঁছচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *