নয়াদিল্লি: দীপাবলী আসতে আর কিছু দিন মাত্র। তার আগেই বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ২০২১-২২ অর্থবর্ষে ৭৮ দিনের বোনাসের ঘোষণা করা হল তাদের তরফ থেকে। কিন্তু কারা পাবেন এই বোনাস? জানা গিয়েছে, রেলে কর্মরত প্রায় ১২ লক্ষ কর্মী উপকৃত হতে চলেছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠক ছিল। সেই বৈঠকেই এই বোনাস নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রেলের ১১ লক্ষ ২৭ হাজার নন-গেজেটেড কর্মীদের এই বোনাস দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- সুস্থতা স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে, দৈনিক সংক্রমণের রূপ কী
কেন্দ্রের তরফ থেকে জানান হয়েছে, এই বোনাস দেওয়ার জন্য সরকারের বাড়তি খরচ হবে ১৮৩১.০৯ কোটি টাকা। রেলের নন-গেজেটেড এই কর্মীরা ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ বা পিএলবি পাবেন। এক এক জন কর্মী সর্বাধিক ১৭ হাজার ৯৫১ টাকা পাবেন বলেই জানা গিয়েছে। কিন্তু আরপিএফ, আরপিএসএফ কর্মীরা এই বোনাসের আওতা থেকে বাদ পড়বেন বলেই খবর। উৎসবের আগে কেন্দ্রীয় সরকারের এই বোনাসের ঘোষণা যে রেল কর্মীদের জন্য অকাল দীপাবলী এখন থেকেই শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
তবে আগে অবশ্য রেলের তরফে ৭২ দিনের বোনাস দেওয়া হত। এখন তা ৭৮ দিনের দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রেল মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রী এবং পণ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেল কর্মীরা। সেই প্রেক্ষিতে তাদের এই বোনাস দেওয়া হচ্ছে।