Aajbikel

সুস্থতা স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে, দৈনিক সংক্রমণের রূপ কী

 | 
করোনা

কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করতে করতে ৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল। পুজোর মধ্যেও সংক্রমণ ওঠা নামা করেছে। গতকালও কিছুটা কমেছিল বঙ্গের দৈনিক আক্রান্ত। কিন্তু আজ ফের তুলনায় সংক্রমণ বেড়েছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক'দিনে। যা অন্য চিন্তার বিষয়।

আরও পড়ুন- মানিকের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডি হেফাজতেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৮৪ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৩২৩ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৮ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৪৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৩ হাজার ২২৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৮২ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৯৩ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ।

এদিকে আবার জানা গিয়েছে, নতুন করে পৃথিবীর নানা দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া উপসর্গবিশিষ্ট অসুখই হল কলেরা। এই রোগের দ্রুত চিকিৎসা শুরু করা না গেলে কয়েক ঘণ্টার মধ্যে রোগীর জীবনহানির আশঙ্কা থাকে৷ সুষ্ঠু পয়ঃপ্রণালী ব্যবস্থা না থাকা, জীবাণুমুক্ত জলের অভাব এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার অপ্রতুলতা কলেরার ভয়াবহতা বহুগুণ বাড়িয়ে তোলে৷ কলেরার এই ভয়াল রূপ চাক্ষুষ করছে একাধিক দেশের নাগরিক।

Around The Web

Trending News

You May like