নয়াদিল্লি: দেশের একাধিক রাজ্যে এই মুহূর্তে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। শিশুদের মধ্যে সংক্রমণের বাড়বাড়ন্ত এবং মৃত্যু নিয়ে চিন্তা বেড়েই চলেছে। কিন্তু ভয় শুধু অ্যাডিনো নিয়েই নয়। এর পাশাপাশি বাড়ছে ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত রোগ। তাই প্রতিটি রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবদের এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সকলকে সাবধানে এবং সচেতন হয়ে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন- সর্দি-জ্বর হলেই অযথা অ্যান্টিবায়োটিক নয়! বার্তা দিল IMA
প্রতি বছর এই সময়টায় একাধিক রোগের বৃদ্ধি ঘটে। চলতি বছর অ্যাডিনো ভাইরাস বড় মাত্রায় ছড়িয়ে পড়েছে। তবে কেন্দ্র শুধু অ্যাডিনো বা ইনফ্লুয়েঞ্জা নিয়ে নয়, H1N1, H3N2 ভাইরাস নিয়েও সতর্ক করেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এই চিঠিতে হাসপাতালে রেখে চিকিৎসা করা যথাযথ পরিকাঠামো রয়েছে কিনা, সমস্ত রাজ্যগুলিকে সেদিকে নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কো-মর্বিডিটিযুক্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই চিঠিতে ১১ দফায় পরিস্থিতির কথা জানান হয়েছে এবং সেই বুঝেও রাজ্যগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অ্যাডিনো রুখতে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর! CM Mamata’s assurance to citizens over adeno cases” width=”560″>
এমনিতেই গবেষণা সংস্থা নাইসেড দাবি করেছে, এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাডিনো সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় ৩৮ শতাংশ। বাংলার পরে দক্ষিণের কিছু রাজ্য যেমন কেরল, তামিলনাড়ুতে সংক্রমণ বেড়েছে কিন্তু তারা বাংলার ধারেকাছে নেই। অন্যদিকে আবার মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যেও অ্যাডিনোভাইরাস আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে বটে, কিন্তু তাদের অবস্থা বাংলার থেকে ভালো।