‘ভারত বাঁচাতে দিদিকে নিয়ে দিল্লি চলো’, মমতার সমর্থনে এবার হোর্ডিংয় পড়ল কেরলে

‘ভারত বাঁচাতে দিদিকে নিয়ে দিল্লি চলো’, মমতার সমর্থনে এবার হোর্ডিংয় পড়ল কেরলে

 

তিরুবনন্তপুরম: দিল্লি দখলের ডাক দিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে ঘাস ফুল শিবির৷ আপাতত ত্রিপুরাকে পাখির চোখ করে উত্তর পূর্বের এই রাজ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল৷ তবে শুধু ত্রিপুরাই নয়, তৃণমূলের নজরে রয়েছে দক্ষিণে বাম শাসিত রাজ্য কেরল৷ সে রাজ্যেও যে শক্তিবৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে দল, তার প্রমাণ মিলল এর্নাকুলামে৷ রাস্তার ধারে চোখে পড়ল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল হোর্ডিং৷ সেই সঙ্গে মালায়লম ও ইংরেজি ভাষায় লেখা, ‘‘ভারত বাঁচাও, দিদিকে নিয়ে দিয়ে চলো৷’  এই হোর্ডিংটি দেওয়া হয়েছে কেরল প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে৷ 

আরও পড়ুন- শিশু আত্মহত্যায় শীর্ষে মধ্যপ্রদেশ! পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে

পশ্চিমবঙ্গে ৩৪ বছর শাসন করা বাম রাজত্ব ভেঙে ক্ষমতায় এসেছিল তৃণমূল৷ এই বিরাট পরিবর্তনের সাক্ষী ছিল রাজ্য  তথা গোটা দেশ৷ আর ২০২১-এ সবুজ ঝড়ে একেবারে শূন্য বাম শিবির৷ তাই তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায়, বামেদের বিরুদ্ধে তৃণমূলের কৌশল নির্ণয় অনেকটাই সোজা৷ কারণ বামফন্ট্র তাঁদের বহু পুরনো শত্রু৷ সেই শত্রুকে এবার ধারশায়ী করতেই এবার কেরলের দিকে অগ্রসর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ দক্ষিণী রাজ্য তৃণমূলের ধ্বজা ওড়াতে ৫১ সদস্যের রাজ্য কমিটি তৈরি করা হয়েছে বলেও সূত্রের খবর৷ পার্টি অফিসও তৈরি হযে গিয়েছে৷ অনেকে তৃণমূলের পতাকা হাতে দলে যোগদান করছেন বলেও খবর৷ সে রাজ্যে তৃণমূলের স্লোগান, ‘ভারত বাঁচাতে দিদিকে চাই’৷ 

আরও পড়ুন- আরও কিছুটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, সুস্থতায় স্বস্তি

এদিকে সোমবার ত্রিপুরা সফরে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে৷ তবে সে রাজ্যে দলের শক্তিবৃদ্ধিতে কোনও কসুর রাখতে চাননি তিনি৷ তাঁর ত্রিপুরা সফরের পরেই সে রাজ্যে যান কুণাল ঘোষ৷ ত্রিপুরার পাশাপাশি এবার কেরলেও ধীরে ধীরে দাঁত ফোটাতে চাইছে তৃণমূল৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 5 =