ভোপাল: রোজকারের মতো এদিনও বাস নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু বাস চালাতে চালাতেই আচমকা হার্ট অ্যাটাক! ব্যস, নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাস ধাক্কা মারল রাস্তার কয়েকটি গাড়িকে। তাতেই মৃত্যু হয় এক পথচারীর। আহত হন একাধিক। হইচই কাণ্ড মধ্যপ্রদেশের জবলপুরে। জানা গিয়েছে, হার্ট অ্যাটাকে ওই বাস চালকেরও মৃত্যু হয়েছে। বাস থেকে উদ্ধার করা হয় চালকের দেহ। তার নাম হরদেব পাল (৬০)।
আরও পড়ুন- ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! ষড়যন্ত্র হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির
শহরের একটি ট্র্যাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক মোটরসাইকেল এবং রিকশাকে আচমকা পিছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। বাসটিও পরে উল্টে যায়। এতেই মৃত্যু হয়ে এক পথচারীর, আহত হন একাধিক যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বাস চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তিনি মৃত এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
আরও জানা গিয়েছে, ওই বাসের যাত্রী এবং দুই শিশু-সহ মোট ছ’জন গুরুতর আহত হয়েছেন। তবে বাসের গতি বেশি না থাকায় আরও বড় দুর্ঘটনা হয়নি বলে অনুমান পুলিশের। যদি তেমন হত তাহলে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতেই পারত।