খালে যাত্রীবোঝাই বাস, মধ্যপ্রদেশে কমপক্ষে মৃত্যু ৩২ জনের

খালে যাত্রীবোঝাই বাস, মধ্যপ্রদেশে কমপক্ষে মৃত্যু ৩২ জনের

ভোপাল: মর্মান্তিক বাস দুর্ঘটনায় হইহই কাণ্ড মধ্যপ্রদেশে। যাত্রীবোঝাই বাস খালে পড়ে গিয়ে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা উদ্ধারকাজে নেমেছেন। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নির্দিষ্ট সময় অন্তর অন্তর দুর্ঘটনা কবলিত মানুষদের খোঁজখবর নিচ্ছেন তিনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নবান্ন অভিযানে বাম কর্মীর চোখে লাঠি, দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা

 

 

আরও পড়ুন: হঠাৎ মিঠুনের বাড়িতে RSS প্রধান ভাগবত! বঙ্গ ভোটের আগে জল্পনা

জানা গিয়েছে, যে বাস দুর্ঘটনার কবলে পড়েছে তাতে প্রায় ৫৪ জন যাত্রী ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা সেটি পাশের খালে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন তলিয়ে গিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে মোট ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। যাদের উদ্ধার করা গিয়েছে তাদের মধ্যে কেউ বেঁচে নেই বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রী তুলসী সিলাওত জানাচ্ছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রতিমুহূর্তের খবর নিচ্ছেন সকাল থেকে। তিনি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পুরো বিষয়টির নজরদারি করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *