নবান্ন অভিযানে বাম কর্মীর চোখে লাঠি, দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা

নবান্ন অভিযানে বাম কর্মীর চোখে লাঠি, দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা

কলকাতা:  চাকরি নিয়োগের দাবিতে বামেদের নবান্ন অভিযানে পুলিশি বিরোধ এবং পুলিশি হামলার আরো একটি নজির সামনে এল। এবার মিছিলে গিয়ে পুলিশের আঘাতে দৃষ্টিশক্তি হারাতে চলেছেন মুর্শিদাবাদের এক ডিওয়াইএফআই কর্মী। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের বাসিন্দা পিয়াসিশ ভট্টাচার্য গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে গিয়ে পুলিশি হামলায় চোখে গুরুতর আঘাত পান বলে অভিযোগ উঠেছে। তারপর কলকাতা মেডিক্যাল কলেজে চোখে অস্ত্রোপচার হলেও দৃষ্টিশক্তি ফেরানো যায়নি এই যুবকের, খবর সূত্রের৷

আক্রান্ত ডিওয়াইএফআই কর্মী পিয়াসিশ ভট্টাচার্য জানিয়েছেন, “অভিযানে অংশ নিয়ে আমরা কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে যাওয়ার সময় আমাদের বাধা দিতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের সেল ছুঁড়তে থাকে। ওই সময়  ব্যারিকেডে আটকে পড়েছিলেন এক মহিলা আন্দোলনকারী। আমি তাকে বাঁচাতে গেলে পুলিশের লাঠির আঘাত প্রথমে এসে পড়ে আমার পিঠে৷ তারপর আমি ঘুরে দাঁড়ালে আমার চোখে আঘাত লাগে৷” তারপর থেকে আক্রান্ত পিয়াসিশ ভট্টাচার্য দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন।

ওইদিন আহত পিয়াসিশকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান ডিওয়াইএফআই কর্মীরা। সেখানে তার চোখে অস্ত্রোপচার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জিয়াগঞ্জের বাড়িতে ফিরেও পিয়াসিশ ফিরে পাননি দৃষ্টিশক্তি। এই নিয়ে তার বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে তার পরিবার। এই ঘটনার প্রেক্ষিতে পিয়াসিশ ভট্টাচার্য জানিয়েছেন, সেদিন পুলিশ আন্দোলনকারী ডিওয়াইএফআই কর্মীদের উপর লাঠিচার্জ করেছে এবং আহত করার চেষ্টা চালিয়েছে। আক্রান্ত পিয়াসিশ আরো অভিযোগ করেছেন, পুলিশ লাঠি চালিয়ে আন্দোলনকারী কর্মীদের আহত করার পরেও তাদের উপর অমানবিকভাবে টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে, যাতে আরো গুরুতরভাবে আক্রান্ত হয়েছে কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *