#Budget2022: বাজেটে সস্তা হল কোন কোন পণ্য, দেখে নিন তালিকা

#Budget2022: বাজেটে সস্তা হল কোন কোন পণ্য, দেখে নিন তালিকা

নয়াদিল্লি: ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটকে জনমুখী করতে প্রায় সমস্ত খাতেই বিশেষ গুরুত্ব দিতে চেয়েছে কেন্দ্র। কিন্তু বিরোধীদের মতে, এই বাজেট একেবারেই জনমোহিনী নয়৷ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেন, এই বাজেট থেকে উপকৃত হবেন দেশের কৃষক থেকে তরুণ প্রজন্ম৷ বিশেষ ভাবে সক্ষম মানুষদের কর ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে৷ কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে৷ এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ই-পাসপোর্ট, ডিজিটাল মুদ্রা, ৫জি পরিষেবা চালুর মতো একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ এসবের পাশাপাশি আম আদমির নজরে রয়েছে কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমল৷ দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম কমল বাজেটে-

•    হিরে
•    মোবাইল ফোন
•    মোবাইল চার্জার
•    চর্মজাত দ্রব্য
•    পোশাক
•    জুতো
•    বিদেশ থেকে আনা যন্ত্র
•    কৃষিকাজের সরঞ্জাম

• কোকোয়া বিনস
• পেট্রোলিয়াম দ্রব্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক
• ইস্পাতজাত দ্রব্যের স্ক্র্যাপ
• মিথাইল অ্যালকোহল
• চিংড়ি চাষের কয়েকটি সরঞ্জাম

আরও পড়ুন- #Budget2022: কোন কোন পণ্যের দামবাড়ল বাজেটে, দেখে নিন এক ঝলকে

এদিকে, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করা হবে। ডিজিটাল কারেন্সি নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ জানানো হয়েছে, ‘রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করা হবে’। তবে এবার বাজেটে অপরিবর্তিত রাখা হয়েছে আয়কর কাঠামো। যা হাতাশ করেছে মধ্যবিত্তকে৷ অর্থমন্ত্রীর আশ্বাস, আমরা করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে গেলও দ্রুততার সঙ্গে নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে ভারত। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *