#Budget2022: কোন কোন পণ্যের দাম বাড়ল বাজেটে, দেখে নিন এক ঝলকে

#Budget2022: কোন কোন পণ্যের দাম বাড়ল বাজেটে, দেখে নিন এক ঝলকে

475e80de22eb17bd93467b75add68430

নয়াদিল্লি:  চলতি মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট৷ তার আগে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেটের শুরুতেই আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন চাকরির কথা ঘোষণা করেন তিনি৷ পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ই-পাসপোর্ট, ডিজিটাল মুদ্রা, ৫জি পরিষেবা চালুর মতো একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ এছাড়াও পেনশনে আয়কর ছাড়ের ঘোষণা করা হয়েছে৷ আয়কর রিটার্নে ভ্রম সংশোধন করে ২ বছরের মধ্যে বকেয়া মেটাতে হবে৷ এসবের পাশাপাশি আম আদমির নজরে রয়েছে কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমল৷ দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ল বাজেটে-

আরও পড়ুন- #Budget2022: আয়করে ছাড় পেল না মধ্যবিত্ত, তবে কমল কর্পোরেট কর

•    বিদেশি ছাতা
•    ইস্পাতজাত দ্রব্য

•সিঙ্গল বা মাল্টিপেল লাউডস্পিকার
•হেডফোন ও ইয়ারফোন
•সোলার সেল
•এক্স-রে মেশিন
•বৈদ্যুতিক খেলনার সরঞ্জাম
•সোলার মডিউলস

এছাড়াও স্টিলের স্ক্র্যাপের ওপর শুল্ক এক বছরের জন্য বাড়ানো হয়েছে।  দাম বেড়েছে কৃত্রিম গয়নার৷ করের বোঝা বাড়নো হয়েছে ক্রিপ্টো কারেন্স সহ ডিজিটাল মুদ্রার লেনদেনে৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছর থেকেই ডিজিটাল মুদ্রার লেনদেন শুরু হবে৷ তবে ডিজিটাল মুদ্রায় মোট আয়ের উপর ৩০ শতাংশ কর নেওয়া হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *