নয়াদিল্লি: ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে প্রধানমন্ত্রী গতিশক্তির উপর জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, ‘এই বছর কেন্দ্রীয় বাজেট আগামী ২৫ বছরের ‘অমৃত কাল’-এর ভিত্তি স্থাপনের পাশাপাশি অর্থনীতির নীলনকশা তৈরি করতে চায়। এই উদ্দেষে আগামী ৩ বছরে ৪০০টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন চালু করা হবে। ১০০টি পিএম গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি হবে। এবং মেট্রো সিস্টেম তৈরির জন্য উদ্ভাবনী উপায়গুলি বাস্তবায়ন করা হবে।’
আরও পড়ুন- #Budget2022: রাজ্যগুলিকে মোটা অঙ্ক বরাদ্দ, সুদবিহীন ঋণের ঘোষণা
অর্থমন্ত্রী আরও জানান, পিএম গতিশক্তি মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য হল উন্নয়ন। ২০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য। পাশাপাশি ৬০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, চারটি বিষয়কে আগ্রাধিকার দেওয়া হবে- প্রধানমন্ত্রী গতি শক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, উত্পাদনশীলতা বৃদ্ধি এবং বিনিয়োগ।’
পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ডিজিটাল ইকোনমির উপর জোর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও জানান, গতিশক্তির আওতায় চারটি জায়গায় লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে। পিপিই মডেলে চালু করা হবে পর্বতমালা প্রকল্প। পর্বতমালা প্রকল্পের আওতায় দুর্গম পার্বত্য এলাকায় রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে৷