#Budget2022: রাজ্যগুলিকে মোটা অঙ্ক বরাদ্দ, সুদবিহীন ঋণের ঘোষণা

#Budget2022: রাজ্যগুলিকে মোটা অঙ্ক বরাদ্দ, সুদবিহীন ঋণের ঘোষণা

3073ac31c8dcd27ee072ec26b7f63f4f

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আজ পেপারলেস বাজেট পেশ করছেন তিনি। এদিন বাজেট বক্তব্যের শুরুতেই তিনি তাদের কষ্টের কথা বলেন যারা করোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্যগুলিকে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হবে।

আরও পড়ুন- Budget 2022: দেশে চালু হবে 5G পরিষেবা, গ্রামে-গ্রামে দ্রুত গতির ইন্টারনেট!

বাজেট ভাষণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে ১ লাখ কোটি টাকা বরাদ্দ করা হবে। সুদ বিহীন ঋণ প্রদান করা হবে রাজ্যগুলিকে। আগামী ৫০ বছরের জন্য তা করা হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি এও জানান, এই অর্থ প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প এবং অন্যান্য বিনিয়োগ পরিকল্পনার জন্য ব্যবহার করা হবে আগামী দিন গুলিতে। একই সঙ্গে নির্মলা এও জানিয়েছেন যে, ২০২২-২৩ সালে রাজস্ব ঘাটতি হতে পারে ৬.৪ শতাংশ। তবে এই ঘাটতি কম করতে বেসরকারি বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে। বাজেট ঘোষণায় তিনি আরও বলেন, আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে৷ আবার ২০২২-২৩ অর্থবর্ষে ইস্যু করা হবে ‘ই-পাসপোর্ট’৷ অন্যদিকে ১০০ শতাংশ পোস্ট অফিসকেই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আনা হচ্ছে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। পাশাপাশি সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *