BREAKING: জল্পনার অবসান, কংগ্রেসের এলেন কানহাইয়া, সঙ্গে জিগনেশও

BREAKING: জল্পনার অবসান, কংগ্রেসের এলেন কানহাইয়া, সঙ্গে জিগনেশও

cbbaf3b0b635f6114ce785346631ac9b

নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের যোগ দিলেন কানহাইয়া কুমার। তাঁর সঙ্গে সঙ্গে কংগ্রেসে এলেন জিগনেশ মেওয়ানিও। এদিন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালার উপস্থিতিতে তারা এই দলে জগদান করলেন। বিগত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাছিল যে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। সেই দূরত্ব থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এও জানা গিয়েছিল, নিজের সিপিআই অফিস থেকে এসি পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছেন কানহাইয়া। এখন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দেওয়া হয়ে গেল তাঁর। তবে সিপিআই দলের অন্দরেই কানহাইয়াকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। প্রথমত তারা এটাই বুঝতে পারছেন না যে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন কারণ, দলের কোন পদের জন্য কখনও দাবি করেননি কানহাইয়া। তাই হঠাৎ করে এই দলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনেকেই। উল্লেখ্য, শুধু কানহাইয়া নন, গুজরাটের নেতা জিগনেশ মেওয়ানিও কংগ্রেসে যোগ দিলেন আজ। 

আরও পড়ুন- একই পরিবারের ৩ জনকে লক্ষ্য করে গুলি, হত এক, আহত দুই

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের উপস্থিতিতেই কংগ্রেসে এ দিন যোগ দেন কানহাইয়া এবং জিগনেশ। এরপর কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদি বৈঠকের আয়োজন করা হয়। যদিও সেই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন না রাহুল। সেখানে বর্ষীয়ান নেতা রণদীপ সিং সুরজেওয়ালা উপস্থিত ছিলেন। তাঁর পাশেই দেখা যায় সদ্য কংগ্রেস নেতাদের। উল্লেখ্য, ২০১৯ সালে সিপিআই-এর টিকিটে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়েন কানহাইয়া। কিন্তু বিজেপির বিরুদ্ধে জিততে পারেননি, প্রায় ৪ লক্ষ ভোটে হেরেছিলেন তিনি। অন্যদিকে, জিগনেশ ২০১৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বদগাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। 

আরও পড়ুন- পিএসি-র চেয়ারম্যান পদে কি মুকুলই? সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে, নির্দেশ হাইকোর্টের

যদিও সিপিআই আশায় ছিল যে কানহাইয়া কংগ্রেসের যোগ দেবেন না। বিহারের সিপিআই সেক্রেটারি রাম নরেশ পান্ডে দাবি করেছিলেন,  আশা যে শেষ পর্যন্ত কানহাইয়া কংগ্রেসে যোগ দেবেন না। তিনি মনে করছেন, যারা কমিউনিস্ট মানসিকতার হয় তারা সারা জীবন নিজের আদর্শে বহাল থাকে। কানহাইয়ার ক্ষেত্রে হয়তো এটাই প্রযোজ্য হবে। যদিও তাঁর ধারণা আদতে বাস্তব রূপ পেল না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *