রায়গঞ্জ: দুষ্কৃতীদের ছোঁড়া গুলির আঘাতে মৃত্যু হল একজনের। জখম আরও দুই। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ২৬ নাম্বার ওয়ার্ডের দেবীনগর এলাকায়। ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একই পরিবারের তিন সদস্যকে গুলি করেছে দুষ্কৃতীরা। ঘটনার পর গুলিবিদ্ধ তিনজনকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় দেবী স্যানালের। বাকি দুইজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ অপর দু’জন সুজয় কৃষ্ণ মজুমদার ও রূপা অধিকারী। তাদের চিকিৎসা চলছে সংশ্লিষ্ট ৎহাসপাতালে। জানা গিয়েছে, দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নিহত এবং আহতেরা সম্পর্কে তিনজন ভাই বোন।
তবে কে বা কারা কী কারণে একই পরিবারের তিনজনকে গুলি করেছে সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দূর্গা পূজার আগে দুষ্কৃতকারীদের বাড় বাড়ান্তের কারণে আতঙ্কে এলাকার মানুষেরা। তাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক। এলাকাকে দুষ্কৃতী মুক্ত করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হোক। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।