এবার অযোধ্যায় মঞ্চ কাঁপাবেন বলিউড তারকারা, নবরাত্রিতে বসছে চোখ ধাঁধানো জলসা

এবার অযোধ্যায় মঞ্চ কাঁপাবেন বলিউড তারকারা, নবরাত্রিতে বসছে চোখ ধাঁধানো জলসা

 

অযোধ্যা:  দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জোড় কদমে চলছে মন্দিরের নির্মাণ কাজ৷ সেই সঙ্গে অযোধ্যা এবার তৈরি হচ্ছে নবরাত্রির জন্য৷ আগামী দশেরায় তথা গোটা নবরাত্রিতে রামলীলাও হবে চোখ ধাঁধানো৷ বলিউড তারকাদের সমাগমে নবরাত্রির অনুষ্ঠান হয়ে উঠবে আরও বর্ণময়৷ 

আরও পড়ুন- আর নয় বিলাসিতা! ১ বছর মন্ত্রী-সাংসদদের বেতনে কোপ, বিল পাস লোকসভায়

 

এবার রামলীলার কুশীলবরা হবেন বি-টাউনের সেলিব্রিটিরা৷ ইতিমধ্যেই দিল্লি থেকে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন তিন সদস্যের প্রোডাকশন টিম৷ সরযূর তীরে অবস্থিত লক্ষ্মণ কেল্লায় নয় দিন ধরে অনুষ্ঠিত হবে অযোধ্যাকী রামলীলা৷ ১৭  থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব৷ অযোধ্যায় মেয়র ঋষিকেশ উপাধ্যায় বলেন, ‘‘রামলীলার প্রোডাকশন টিম এসে মঞ্চস্থল পরিদর্শন করে গিয়েছে৷ শুরু হয়ে গিয়েছে তৈয়ারি৷’’ জানা গিয়েছে, রামলীলায় হনুমানের চরিত্রে আভিনয় করবেন প্রয়াত অভিনেতা দারা সিংয়ের ছেলে বিন্দু দারা সিং৷ রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিং৷ বালি-পুত্র অঙ্গদের ভূমিকায় দেখা যাবে অভিনেতা তথা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিকে৷

অন্যদিকে, রামের ভাই ভরতের চরিত্রে দেখা যাবে বিখ্যাত ভোজপুরী তারকা রবি কিষেনকে৷ রাম ও সীতার ভূমিকায় থাকবেন যথাক্রমে কবিতা জোশী এবং সোনু সাগর৷ নারদ মুনির ভূমিকায় অভিনয় করবেন বলিউডি জনপ্রিয় কমেডিয়ান আসরানী৷ এছাড়াও বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ, শাহবাজ খান, এবং অভিনেত্রী ঋতু শিবপুরী অংশ নেবেন এই রামলীলায়। গত কয়েক বছর ধরেই এই অভিনেতা-অভিনেত্রীদের অনেককেই দেখা গিয়েছে দিল্লিতে রামলীলায় অংশ নিতে। 

আরও পড়ুন- লাগাতার ৪১ দিন, করোনা সংক্রমণে বিশ্বশীর্ষে ভারত, উদ্বেগ বাড়িয়ে ৫০ লক্ষ পার

অক্টোবরের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দর্শকরা সরাসরি এই গ্র্যান্ড রামলীলার সাক্ষী হওয়ার সুযোগ পাবেন৷ না-হলে গোটা পর্বটাই হবে ভার্চুয়াল৷ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে৷ এছাড়া দূরদর্শনের পর্দাতেও দেখা যাবে বর্ণাঢ্য  রামলীলা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রামলীলার উদ্বোধনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে রামলীলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *