সেনাছাউনি থেকে ছিটকে গেল কামানের গোলা, বিস্ফোরণে মৃত্যু ৩ জনের

সেনাছাউনি থেকে ছিটকে গেল কামানের গোলা, বিস্ফোরণে মৃত্যু ৩ জনের

গয়া: ভারতীয় সেনার ছাউনিতে দুর্ঘটনা, তাতেই প্রাণ গেল তিনজনের। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। জানা গিয়েছে, কামানের গোলা ছোড়ার অনুশীলনের সময় এই বিপত্তি ঘটে। সেনাকর্মীরাই এই অনুশীলন করছিলেন। এই ঘটনায় তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। সকলেই সেই সময়ে মাঠে কাজ করছিলেন। ওই তিনজন ছাড়াও আরও অনেকে তখন ওই সময়ে মাঠে ছিল। তাই মৃত্যুর সংখ্যা আরও যে বাড়তে পারত তাতে সন্দেহ নেই। 

আরও পড়ুন- আই ফোন খুইয়ে হলেন বাড়ি ছাড়া, কেন নিজের গ্রাম ছেড়ে শহরবাসী ভুবন বাদ্যকর?

গয়ার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রামের পাশেই রয়েছে সেনা ছাউনি। সেখানেই চলছিল কামানের গোলা ছোড়ার অনুশীলন। কিন্তু আচমকা একটি গোলা শুটিং রেঞ্জ পেরিয়ে গিয়ে গ্রামের দিকে চলে যায়। ছাউনির পাশের গ্রামে একটি মাঠে গিয়ে বিস্ফোরণ ঘটায় সেটি। বিস্ফোরণস্থলের আশপাশেই কাজ করছিলেন ৭ জন। তাঁরা প্রত্যেকেই আহত হন। পরে সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন মহিলা আছেন। এছাড়া এও জানা গিয়েছে, বাকিদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান।