ভোট গণনার শুরুতেই আগরতলায় দু’টি ওয়ার্ডে জয়ী BJP, দ্বিতীয় তৃণমূল

ভোট গণনার শুরুতেই আগরতলায় দু’টি ওয়ার্ডে জয়ী BJP, দ্বিতীয় তৃণমূল

157b85b9a71f66559479083c2a8edc53

আগরতলা:  সকাল থেকে ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে পুরভোটের গণনা৷ ইতিমধ্যেই ১৮  ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিষেক দত্ত৷ এর পর ৩৫ নম্বর ওয়ার্ডেও জয়ী বিজেপি প্রার্থী৷ তাঁর নাম তুষার ভট্টাচার্য৷ পুরভোটের গণনার প্রথম ধাপে দুটি আসন গণনা শেষে দুটিতেই জয়ী গেরুয়া শিবির৷ প্রসঙ্গত, ভোটের আগেই ১১২টি আসনে বিনা লড়াইয়ে জিতে গিয়েছে বিজেপি৷ পাঁচটি পুরসভা ও দুটি নগর পঞ্চায়েত ইতিমধ্যেই শাসক দলের হাতে৷ 

আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, কার্যকরী হবে তো কোভ্যাক্সিন-কোভিশিল্ড? যা জানালেন ICMR-র বিশেষজ্ঞ

আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ফলাফল ক্রমশ প্রকাশিত হচ্ছে৷ এখানে ৩ টে কাউন্টিং হল রয়েছে৷ ৩টি করে ওয়ার্ডের গণনা হচ্ছে৷ জয়ী প্রার্থী অভিষেক দত্ত পেয়েছেন ১,৮৮০ ভোট৷ তৃণমূল কংগ্রেস পেয়েছে ১,২২৬ ভোট৷ এই কেন্দ্রে প্রার্থী প্রত্যাহার করেছিল সিপিএম৷ অভিষেকের অভিযোগ, তৃণমূল ও সিপিএম জোট বেঁধেছে৷ ৩৫ নম্বর ওয়ার্ডে তুষার ভট্টাচার্য পেয়েছেন ৩,৪১৫ ভোট৷ সেখানে তৃণমূল প্রার্থী জাহানারা বেগম পেয়েছেন ৬১৫ ভোট৷ কিছুদিন আগে আহত হয়ে কলকাতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷ এখানে তৃতীয় স্থানে রয়েছে সিপিএম৷ তারা পেয়েছে মাত্র ৮৬ ভোট৷ আগরতলা পুরনিগম আগে বামেদের দখলে ছিল৷ তবে সকাল থেকে যা ফলাফল, তাতে দুটি ওয়ার্ড দখল করে নিয়েছে বিজেপি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *