হায়দরাবাদ: বিহার ভোটে বিজেপি’র জয়ে বি-টিম এর তকমা পেয়েছিল ‘ভোট কাটুয়া’ আসাদউদ্দিন ওয়াইসির মিম৷ বিরোধী ভোট ব্যাঙ্কে হানা দিয়ে তারা আদতে বিজেপি’র জয়ের রাস্তা প্রশস্ত করেছিল বলেও মিম-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল৷ ২১-এর নির্বাচনে বাংলার ময়দানেও নামতে চলেছে ওয়াইসির দল৷ কিন্তু বিরোধীদের নজরে বিজেপি’র সঙ্গে মিম-এর এই ‘গোপন আঁতাত’ সংঘাতে পরিণত হল নিজামের শহরে৷ হায়দরাবাদে পুরনিগমের প্রচারে গিয়ে উলটে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র সঙ্গে মিম-এর ‘বন্ধুত্ব’ নিয়ে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তুঙ্গে উঠল নিজামের শহরের নাম বদলের তরজা৷
আরও পড়ুন- পাঁচ দিনে পড়ল কৃষক প্রতিবাদ, দিল্লি অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা
নিজামের শহরের নাম বদল নিয়ে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি৷ এরই মধ্যে প্রচারে গিয়ে টিআরএস-মিম এর আঁতাত নিয়ে সরব হলেন অমিত শাহ৷ প্রকাশ্যে সুর চড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘মিমের সঙ্গে টিআরএসের বন্ধুত্ব হলে আমরা কিছু মনে করব না৷ কিন্তু ওঁনারা সরাসরি বলছেন না কেন? খালি বন্ধ ঘরে ইলু ইলু (আই লাভ ইউ) করছেন৷’’ প্রসঙ্গত, ১ ডিসেম্বর হায়দরাবাদ পুরনিগমের ১৫০টি আসনে ভোট৷ গত নির্বাচনে ১৫০টি আসনের মধ্যে শাসক দল টিআরএস-এর ঝুলিতে গিয়েছিল ৯৯টি আসন৷ আসাদুদ্দিন ওয়াইসির মিম পেয়েছিল ৪৪টি৷ বিজেপি ও টিডিএস জোট ৪টি এবং কংগ্রেস পেয়েছিল মাত্র ২টি আসন৷ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে পুরসভা দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছে বিজেপি৷ একাধিক বার রাজ্যে এসেছেন গেরুয়া শিবিরের প্রথম সারির নেতারা৷ শনিবার হায়দরাবাদে প্রচারে গিয়ে শহরের নাম বদল নিয়ে সুর চড়িয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে হাদরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে৷ অবশ্য কালক্ষেপ না করেই আদিত্যনাথের হুঙ্কারের পাল্টা জবাব দেন ওয়াইসি৷ তিনি বলেন, ‘‘আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে৷ হায়দরাবাদের নাম পরিবর্তন হবে না৷’’ পাল্টা সুর উঁচিয়ে ওয়াইসি বলেছেন, শহরের নাম বদল না চাইলে মিম-কে ভোট করুন৷ ফলত এই পুরভোটে অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে নিজাম শহরের নাম বদল৷
আরও পড়ুন- টান পড়েছে ভাঁড়ারে, দেড়শোর বেশি ছাড় বাতিল রেলের, বাড়ল ভ্রমণ খরচ
কোনও পক্ষই ভোট ময়দানে প্রতিপক্ষকে এক চুল জমি ছাড়তে নারাজ৷ রবিবার সারা দিন হায়দরাবাদ চষে ফেলেন অমিত শাহ৷ ওল্ড হায়দরাবাদের ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে প্রচারের ঝাঁঝ বাড়ান তিনি৷ ভোটে জিতে হায়দরাবাদে বিশ্বমানের আইটি হাব গড়ার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷