ত্রিপুরায় আদর্শচ্যুত দল, কলঙ্কিত রাজ্য, বিস্ফোরক খোদ বিজেপি বিধায়ক

ত্রিপুরায় আদর্শচ্যুত দল, কলঙ্কিত রাজ্য, বিস্ফোরক খোদ বিজেপি বিধায়ক

আগরতলা:  পুরভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা৷ বিরোধীদের উপর বারবার আক্রমণের অভিযোগ উঠেছে৷ এমতাবস্থায় বিজেপি’র বিরুদ্ধে সরব হলেন খোদ শাসক দলেরই বিধায়ক সুদীপ রায় বর্মন৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক আশীষ কুমার সাহা।

আরও পড়ুন- মমতার দলে নাম লেখাতে চলেছেন কীর্তি আজাদ? জল্পনা তুঙ্গে

আজ মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে বোমা ফাটিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বলেন, ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস৷ তাঁদের কাছে সবার আগে দেশের স্বার্থ৷ তার পরে দল, তারপর ব্যক্তি৷ কিন্তু এই দুটি চিন্তাধারার কোনওটাও ত্রিপুরায় বাস্তবায়িত হচ্ছে না৷ সবকা বিকাশ হলে বিকাশের উপরেই ভোট হত৷ বিশ্বাসের উপর ভোট হলে এই হামলা হুজ্জতি হতো না৷ ভোটে বাধা আসত না৷ তোপ দেগে তিনি আরও বলেন, এখানে আগে দেশ নয়৷ এখানে উৎসের মেজাজে ভোট হত- এটাই আমাদের রাজ্যের সংস্কৃতি৷ তাতে ভাটা পড়ছে৷ সারা দেশ ত্রিপুরাকে অন্য ভাবে চিনতে শুরু করেছে৷ দল কাউকে হামলা করতে বলেনি, রক্ত ঝরাতে বলেনি৷ যাঁরা এই কাজ করছে তাতে বিজেপি’র বদনাম হচ্ছে৷ প্রধানমন্ত্রীর নাম কলঙ্কিত হচ্ছে৷ 

তিনি আরও বলেন, একটা পুর ভোটের নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে ভোট হলে খুশি হতাম৷ বদলে সবটাই নেতিবাচক কথা৷  ইতিবাচক চিন্তা ধারার প্রকাশ নেই৷ শুধুই ব্যক্তি আক্রমণ ও কুৎসা৷ তাঁর প্রশ্ন, ত্রিপুরাতে যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা কারা? সুদীপের কথায়, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর কট্টর বামপন্থী ঘরানার যে ছেলেরা বিজেপিতে যোগদান করেছে তারাই ত্রিপুরাতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। কিন্তু ত্রিপুরা পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ কেন নিচ্ছ না? সেই প্রশ্নও তোলেন বিধায়ক৷ 

সেই সঙ্গে আগরতলার মানুষকে বেরিয়ে আসার ডাক দেন সুদীপ৷ তিনি বলেন, আপনারা বেড়িয়ে আসুন, প্রতিবাদ করুন, অশুভ শক্তিকে প্রতিহত করুন৷ তাঁর কথায়, এর আগেও অনেক মুখ্যমন্ত্রী দেখেছি৷ রাজনীতির একটা ব্যাকরণ ছিল৷ এখন সবটাই ব্যকরণ ছাড়া৷ প্রসঙ্গত, সুদীপ রায় বর্মনের পিতাও কংগ্রেস জমানায় মুখ্যমন্ত্রী ছিলেন৷

এদিকে, সুদীপ মন্তব্যে পালে হাওয়া পেয়েছে তৃণমূল৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি’র বিধায়ক হয়েও সদীপবাবু বলছেন ত্রিপুরা কলঙ্কিত হচ্ছে৷ এই ধরনের পুরভোট আগে কখনও আগরতলার মানুষ দেখেননি৷ আগরতলার মানুষ উৎসবের আমেজে ভোট দিতেন৷ কিন্তু একটা পুরভোটকে কেন্দ্র করে সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি সরকার৷ সুদীপবাবু সেই মুখোশ খুলে দিয়েছেন৷ বর্ষীয়ান বিধায়ক হয়ে তিনি বলছেন, এই বিজেপিকে তারা চাননি৷ এই সরকার তাঁকে লজ্জিত করছে৷ তৃণমূল শুধু বলছে না, বিজেপি’র ভিতর থেকেই আওয়াজ আসছে এখানে উন্নয়ন নেই৷ এখানে সন্ত্রাস চলছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *