পাটনা: জেলবন্দি ছেলের জামিনের জন্য থানায় গিয়েছিলেন মহিলা। কর্তব্যরত পুলিশ অফিসারকে জামিন দেওয়ার জন্য আর্জি জানান। কিন্তু অভিযোগ, আর্জি রাখতে ওই মহিলাকে দিয়ে নিজের গা-হাত-পা মালিশ করিয়েছেন তিনি! ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানায়।
আরও পড়ুন- আদালত অবমাননার দায়ে রুল জারি মুখ্যসচিবের বিরুদ্ধে! আট দিনে দ্বিতীয়বার
মূল অভিযোগ ওই থানার সাব-ইনস্পেক্টর শশিভূষণ সিনহার বিরুদ্ধে। ছেলের জামিনের আর্জি জানাতে যখন ওই মহিলা থানায় যান তখন এই পুলিশ অফিসার তাঁকে মালিশ করে দিতে বলেন। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এক পুলিশ আধিকারিক অর্ধনগ্ন হয়ে বসে আছেন এবং এক মহিলা মাথায় ঘোমটা দিয়ে তার হাত টিপে দিচ্ছে। ভিডিওর সঙ্গে অডিয়োও শোনা যাচ্ছে যেখানে ওই আধিকারিক কাউকে ফোনে বলছেন, মহিলার ছেলের জামিনের জন্য টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই তিনি ১০ হাজার টাকা দিয়ে পাঠাচ্ছেন। এছাড়া প্রয়োজনীয় তথ্য এবং আধার কার্ড নিয়ে যেতে বলছেন।
ये बिहार पुलिस है, जो फरियादी महिलाओं से थाने में तेल की मालिश कराती है.
वीडियो में सहरसा जिले के डरहार ओपी के दारोगा शशिभूषण सिन्हा बताए जा रहे हैं, वीडियो वायरल. pic.twitter.com/BAyW68Vw8R
— Utkarsh Singh (@UtkarshSingh_) April 28, 2022
এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। চরম অস্বস্তিতে পড়েছে বিহার পুলিশ এবং প্রশাসন। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্ত ওই পুলিশ অফিসার শশিভূষণ সিনহাকে সাসপেন্ড করা হয়েছে এবং ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এই ভিডিও বা ছবি আজ বিকেল ডট কম যাচাই করেনি।