কলকাতা: আইনি জটিলতায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে রুল জারি হল। একবার নয়, আট দিনের মধ্যে দু’বার। দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা সংক্রান্ত একটি মামলায় এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। এক সপ্তাহ আগেই মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল আদালতের তরফে। যদিও সেটি অপর এক মামলা ছিল।
আরও পড়ুন- ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি, আর কতক্ষণ অপেক্ষা? জানাল হাওয়া অফিস
কোন কোন মামলায় রুল জারি হয়েছে তাঁর বিরুদ্ধে? জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত এক কর্মী দাবি জানিয়েছিলেন যাতে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু কর হয়। এর প্রেক্ষিতে আদালত রাজ্যের মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ও অর্থসচিবকে নির্দেশ দেন যাতে আলোচনা করে একটি স্কিম নির্ধারণ করা হয়। যদিও আট মাস কেটে গেলেও আদালতের ওই নির্দেশ মানা হয়নি। তার জন্যই রুল জারি করা হয়েছে মুখ্যসচিবের বিরুদ্ধে। আগামী ২০ মে আদালতে তাঁদের সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে কেন তাঁরা আদালতের নির্দেশ মানেননি।
এর আগে চার বছর পুরোনো এক মামলায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে রুল জারি করে আদালত। ২০১৮ সালে মুকুন্দপুর নোবেল মিশন স্কুলকে সরকারি তকমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশও এখন পর্যন্ত মানা হয়নি। সেই কারণেই রুল জারি হয়। একই সঙ্গে এই মামলায় রুল জারি করা হয়েছিল অর্থসচিবের বিরুদ্ধেও। আগামী ১৭ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।