কলকাতা: সূর্যের প্রবল তাপদাহে পুড়ছে বাংলা৷ চাতকের মতো জলের অপেক্ষায় দক্ষিণবঙ্গের মানুষ৷ এর মধ্যে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এল হাওয়া অফিস। শনিবার থেকে রাজ্যে তীব্র গরমের প্রকোপ কমতে পারে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টা পর রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানালেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- ‘বিলম্বিত বোধদয়’! অর্জুনকে নিয়ে জল্পনা উস্কে দিলেন কুণাল
হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থান এবং গুজরাতের দিক থেকে প্রবাহিত শুষ্ক হাওয়ার বদলে এবার বঙ্গে বইবে দক্ষিণী হাওয়া৷ আর তার জেরেই আবহাওয়ায় বদল আসবে৷ আগামী রবিবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ যদিও শনিবারই রাজ্যের চার জেলা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দফতরের আশ্বাস, শনিবারের পর থেকে সময় যত এগোবে ততই প্রবল হবে বৃষ্টির সম্ভাবনা৷
গত এক সপ্তাহ ধরে কাটফাটা রোদে দিশেহারা অবস্থা রাজ্যবাসীর৷ জেলায় জেলায় তাপপ্রবাহ চলেছে। কলকাতায় ছিল তাপপ্রবাহের পরিস্থিতি৷ গরম হাওয়া গায়ে জ্বালা ধরিয়েছে৷ শুষ্ক গরমে নাকাল হতে হয়েছে দক্ষিণবঙ্গের মানুষকে৷ এমনকী বেশ কিছু জেলায় লু-ও বইছে৷ আবহবিদরা জানাচ্ছেন, দেশের উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক এবং গরম হাওয়াই এর নেপথ্য কারণ৷ তবে সেই অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে রাজ্যে আসছে বৃষ্টি৷ ইতিমধ্যেই দখিনা হাওয়া বইতে শুরু করেছে। তার সঙ্গে সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্পও ঢুকছে দক্ষিণবঙ্গে। এতে শুষ্কভাব কমে আর্দ্রতা বাড়বে৷ ফলে যে জেলাগুলিতে তাপমাত্রাপ পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল, সেখানেও তাপমাত্রা খানিকটা কমবে।
সেই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে শুক্র ও শনিবার বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে৷ তবে মাত্র ৩টি জেলায় এই পরিস্থিতি থাকবে৷ ফলে বলা যেতে পারে শনিবার থেকে রাজ্য জুড়ে প্রখর দহনের পরিস্থিতি কাটতে চলেছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>