তীব্র সমালোচনার মুখে ‘বন্ধু’ ভারতকে ‘সাহায্যে’র আশ্বাস বাইডেন প্রশাসনের

তীব্র সমালোচনার মুখে ‘বন্ধু’ ভারতকে ‘সাহায্যে’র আশ্বাস বাইডেন প্রশাসনের

নয়াদিল্লি:  সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল ভারত৷ তবে এতদিন পর্যন্ত কোনও উচ্চবাচ্য করতে শোনা যায়নি বাইডেন প্রশাসনকে৷ এবার প্রবল সমালোচনার মুখে পড়ে ও ভারতের কূটনৈতিক কৌশলে টনক নড়ল আমেরিকার৷ ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামলেন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ ভারতকে টিকা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহের আশ্বাস দিলেন তাঁরা৷  

আরও পড়ুন- দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত, ১৩৫ কোটি সাহায্যের আশ্বাস গুগল CEO- সুন্দর পিচাইয়ের

সাহায্যের আশ্বাস দিয়ে বাইডেন বলেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের দুঃসময়ে আমেরিকাও তাদের পাশে দাঁড়াবে। টুইট করে তিনি বলেন, ‘সংক্রমণের প্রথম ঢেউয়ে আমাদের দেশের হাসপাতালগুলি যখন সমস্যার মধ্যে পড়েছিল, তখন ভারত যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক সেই ভাবেই আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর।’ এর পর টুইট করেন কমলা হ্যারিসও৷ তিনি বলেন, ‘উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের বাড়তি সাহায্য এবং সরঞ্জাম প্রদানের জন্য কাজ করছে আমেরিকা। শুধু সাহায্য প্রদানই নয়, ভারতের সাহসী স্বাস্থ্যকর্মী-সহ সকল ভারতীয়দের জন্য প্রার্থনা করছি।’

এদিকে গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও এই বিষয়ে আলোচনাও হয় আমেরিকার৷ এর পরেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান,  ‘‘ভারতে টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখা হবে৷’’ এটি রিটুইট করেন জো বাইডেন৷ যদিও বাইডেন প্রশাসনকে পাশে পেতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে নয়াদিল্লিকে। রফতানির উপর মার্কিন প্রশাসনের বিধিনিষেধের কারণে কাঁচামাল পাঠানো হচ্ছিল না। তার জেরে ৩৫ টিরও বেশি গুরুত্বপূর্ণ সামগ্রীর জোগানের উপর প্রভাব পড়ে।

উল্লেখ্য, গত বছর করোনায় কাবু আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত৷ ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে সে দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সে কথা অবশ্য স্মরণ করেছেন বাইডেন৷ প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ভোট পেতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি কমলা হ্যারিস। কিন্তু টিকার কাঁচামাল রফতানির ক্ষেত্রে বিধিনিষেধে তাঁর নীরব অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল৷ আপাতত সে জটিলতা কাটায়ে ভারতে আসছে কাঁচামাল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =