নয়াদিল্লি: ভারতের উপর আছড়ে পড়া করোনা দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন দুই মার্কিন বহিুজাতিক প্রযুক্তি সংস্থা৷ যে ভাবে ভারতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে চিন্তিত তারা৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল গুগল এবং মাইক্রোসফট৷
আরও পড়ুন- দেশে অক্সিজেন ব্যবহারে রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের!
সোমবার মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত৷ এই কোভিড পরিস্থিতিতে তিনি দুঃখিত৷ এই অবস্থায় প্রয়োজনীয় সাহায্য করবে তাঁর সংস্থা৷ যাতে অন্যান্য সামগ্রীর পাশাপাশি অক্সিজেন ডিভাইস কেনার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হবে৷ একইভাবে সাহাযের আশ্বাস দিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই৷
এদিন নাদেলা টুইট করে বলেন, ‘‘ভারতের বর্তমান অবস্থা দেখে আমি গভীরভাবে দুঃখিত। আমি কৃতজ্ঞ যে মার্কিন প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মাইক্রোসফ্ট সাহায্য করার জন্য নিজের কন্ঠ তুলবে৷ পাশাপাশি সংস্থান এবং প্রযুক্তি ব্যবহার চালিয়ে যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ অক্সিজেন কনসনট্রেশন ডিভাইস কিনতেও সাহায্য করবে৷’’
অন্যদিকে, ভারতের পরিস্থিতি বিবেচনা করে গুগল এবং গুগলার্স, গিভইন্ডিয়া ইউনিসেফকে চিকিৎসা সামগ্রীর জন্য ১৩৫ কোটি টাকা আর্থিক সাহায্য দেবে বলে ঘোষণা করেছে৷ মঙ্গলবার একটি বিবৃতিতে একথা জানান সুন্দর পিচাই৷