জগন্নাথ মূর্তি ও বহুমূল্য ধ্বজ প্রাপ্তি মমতার, পুরীতে কী প্রার্থনা করলেন তিনি

জগন্নাথ মূর্তি ও বহুমূল্য ধ্বজ প্রাপ্তি মমতার, পুরীতে কী প্রার্থনা করলেন তিনি

পুরী: তিনদিনের ওড়িশা সফরের দ্বিতীয় দিনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪টের আগেই মন্দিরে আসেন তিনি। জানা গিয়েছে, মন্দিরের তরফে একটি জগন্নাথের মূর্তি এবং ধ্বজ উপহার হিসেবে দেওয়া হয়েছে তাঁকে। যা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এও জানান যে কী প্রার্থনা করেছেন তিনি। 

আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের

এদিন মমতা বলেন, মা-মাটি-মানুষের জন্য পুজো দিয়েছেন তিনি। চান সকলে যাতে ভাল থাকে, সুখে থাকে। সকলের জীবনে আনন্দ আসুক, এই প্রার্থনাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এও জানা গিয়েছে, এদিন গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি,  খোশমেজাজে আড্ডা জমান মন্দিরের সেবায়েত, কর্মীদের সঙ্গে। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর  নিয়ে যাওয়া ধ্বজটি তোলা হয়েছে মন্দিরের মাথায়, আর পুরনো ধ্বজটি তাঁকে দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে ফেসবুকে কিছু ছবি দিয়ে পোস্টও করেছেন মমতা। 

এদিকে আজই পুরীতে ‘বাংলা নিবাস’ তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিতে যাওয়ার আগেই এই জমি দেখতে গিয়েছিলেন তিনি। এই কারণে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ধন্যবাদও জানান তিনি। তবে কতটা জমি এবং তাতে কত বড় নির্মাণকাজ হবে সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। মমতা জমি দেখার পর ভাঙা ওড়িয়া ভাষায় জানিয়েছেন, ”‘‘খুশি আছন্তি। জমি দেখুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি।” অর্থাৎ আগামীকাল নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =