নয়াদিল্লি: নভেম্বর প্রায় শেষ৷ ডিসেম্বর আসা মানেই বছর শেষের প্রস্তুতি৷ প্রতি মাসের মতো ডিসেম্বর মাসেরও ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এই মাসেই রয়েছে বড়দিনের উৎসব। আগামী মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে এখন থেকেই প্ল্যানিং করে নিন৷
আরও পড়ুন- গাড়ির মাথায় পানের দোকান! বুদ্ধি দেখে তারিফ করছেন নেটিজেনরা
ডিসেম্বর মাসে যে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিও৷ রবিবারের পাশাপাশি প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে৷ অর্থাৎ সব মিলিয়ে প্রতি মাসে ৬দিন এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। সেই সঙ্গে এই মাসে রয়েছে আরও ৭টি অতিরিক্ত ছুটি৷ এই ছুটি নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক নয়৷ গোটা দেশের নিরিখেই ঘোষণা করেছে আরবিআই।
ডিসেম্বরে প্রথম ছুটির দিন ৩ ডিসেম্বর। পরের দিন ৪ ডিসেম্বর রবিবার৷ ১০ ও ১১ ডিসেম্বর মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার হওয়ার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ ডিসেম্বরও দেশের বেশ কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ডিসেম্বর রবিবার এবং ১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস। এর পর ২৪ এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ ২৬ ডিসেম্বর ছুটি থাকবে আইজল, গ্যাংটক, শিলং-এ৷ এরপর ২৯ ডিসেম্বর গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে চণ্ডীগড় এবং ৩০ ডিসেম্বর ইউ কিয়াং নাংবাহর জন্য শিলং-এ ব্যাঙ্ক হলিডে৷ ৩১ তারিখ ইংরেজি বর্ষশেষ৷ ওই দিন আবার শনিবার৷ দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>