লখনউ: আজব দুনিয়ার অবাক কাণ্ড! সৃজনশীলতার অদ্ভূত নজির৷ কথায় বলে গল্পের গরু গাছে ওঠে। তা বলে গাড়ির মাথায় দোকান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে অবাক নেটিজেনদের একাংশ৷
আরও পড়ুন- যৌথবাহিনীর অভিযানে নিকেশ হল ৩ মাওবাদী, চলছে বাকিদের খোঁজ
ভারতে প্রতিভার অভাব নেই৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সকল প্রতিভার ঝলক ছড়িয়ে পড়ছে আনাচে-কানাচে৷ এবার সামানে এল এমন এক ভিডিয়ো, যা দেখে অনেকেই হতবাক৷ যেখানে একজন সাধারণ মানুষের অদ্ভূত চিন্তা বিকশিত হয়েছে৷ যিনি পানের দোকান সাজালেন আজব ঢঙে৷ বুদ্ধিতে করলেন বাজিমাত৷
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি পানের দোকানের ছবি৷ ভাবছেন তো, এ আবার নতুন কী? আসলে ওই ব্যক্তি তাঁর পানের দোকানটি সাজিয়েছেন একটি মারুতি গাড়ির মাথায়! গাড়ির ছাদে বসেই দোকানদারি করছেন তিনি৷ বেচছেন পান৷ তাঁর এই শৈল্পিক চিন্তা ভাবনা দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না ইউজাররা।
This is quite innovative 😁
( Pc – SM) pic.twitter.com/mfF96IE921— Pankaj Nain IPS (@ipspankajnain) November 22, 2022
আইপিএস পঙ্কজ জৈন এই পানের দোকানের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ যা বহু মানুষের নজর কেরেছে। ছবিতে দেখা গিয়েছে একটি পুরনো Maruti 800 গাড়ি৷ তার ছাদে একজনকে পানের দোকান সাজিয়ে বসেছেন। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে এটিকে সেরা ভারতীয় প্রযুক্তির দুর্দান্ত আইডিয়া বলে বর্ণনা করেছেন আইপিএস পঙ্কজ জৈন৷ এহেন দোকান দেখে অনেকেই মু্গ্ধ৷
এই দোকানটি লখনউয়ের বলে একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ ছবিতে দেখা গিয়েছে, হালকা নীল রং-এর গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে। গাড়িটি বেশ পুরনো৷ গাড়ির চাকায় কাদার দাগ৷ কাঁচগুলো বন্ধ৷ সেই গাড়ির ছাদে এক ব্যক্তি পানের দোকান বসিয়েছেন৷ সেখানে দাঁড়িয়েই তিনি দোকান চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছেন, এটি একটি দারুণ আইডিয়া৷ দোকানটি এমন ভাবে করা হয়েছে যে, যে কোনও সময় যে কোনও জায়গায় তা সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>