‘মাথা কাটলেও গুয়াহাটির রাস্তায় যাব না’, গ্রেফতারি পরোয়া করছেন না রাউত

‘মাথা কাটলেও গুয়াহাটির রাস্তায় যাব না’, গ্রেফতারি পরোয়া করছেন না রাউত

d19ac67e70a9d329d138af5fcec7d905

মুম্বই: মহারাষ্ট্রের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে আচমকা তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনা নিয়ে মুখ খুলে কার্যত বিস্ফোরণ ঘটালেন খোদ সঞ্জয় রাউত। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে এই তলবে সাড়া দেবেন না। একই সঙ্গে বলেছেন, মাথা কেটে নিলেও তিনি গুয়াহাটি যাবেন না।

আরও পড়ুন: যশবন্তে অস্বস্তি বঙ্গ সিপিএমের! দ্রৌপদী মুর্মুকে সমর্থন জেএমএমের! শুরুতেই টালমাটাল বিরোধী জোট?

ইডি তলব নিয়ে সঞ্জয় রাউত টুইট করে লিখেছেন, ”আমি শুনলাম যে ইডি নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। ভাল। মহারাষ্ট্রে এখন অনেক বড় রাজনৈতিক টানাপোড়েন চলছে। আমরা, বালাসাহেবের শিবসেনারা বড় যুদ্ধে লড়াই করছি। এটা আমাকে আটকানোর একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমার মাথাও যদি কেটে নেওয়া হয়, তবুও আমি গুয়াহাটির রাস্তায় পা দেব না। গ্রেফতার কর আমাকে। জয় হিন্দ।” আসলে মুম্বইয়ের ‘পাটরা চউল’ জমি কেলেঙ্কারির মামলায় রাজ্যসভার সাংসদকে ডেকে পাঠিয়েছে ইডি। এই মামলায় অনেক আগেই রাউতের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল তারা। এখন এও জানা গিয়েছে, সঞ্জয় রাউতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি’র আধিকারিকরা। উল্লেখ্য, মুম্বইয়ের একটি বস্তি পুনর্নির্মাণ প্রকল্পে ১ হাজার ৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল সঞ্জয় রাউতের বিরুদ্ধে।

এদিকে আবার জানা গিয়েছে, এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে একনাথ শিণ্ডে মহরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে কমপক্ষে দু’বার আলোচনা করেছেন। যদিও ঠিক কোন কোন ইস্যুতে তাঁদের কথা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ফোনালাপের খবর চাউর হতেই অনেকে অনুমান করতে শুরু করেছে যে, দুই গোষ্ঠীর মধ্যে আঁতাত হতে পারে। আর তা হলে উদ্ধব ঠাকরে সরকারের জন্য যে আরও বড় সমস্যা তৈরি হবে তা আন্দাজ করা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *