শ্রীনগর: সেনা-জঙ্গি মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত উপত্যকা৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে শহিদ এক সেনা কর্তা ও এক জওয়ান৷ বৃহস্পতিবার বিকেলে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে শুরু হয় গুলির লড়াই৷ সংঘর্ষ চলার সময়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের৷ সেনাবাহিনীর তরফে একটি বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে৷
আরও পড়ুন- বদলে যাবে পরিবহণ ব্যবস্থার খোলনোলচে! ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা নমোর
গত কয়েকদিন ধরেই এই এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনী৷ বৃহস্পতিবার বিকেলে পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে শুরু হয় দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষ৷ সেই সময় গুরুতর জখম হন এক সেনা কর্তা ও এক সেনা জওয়ান৷ রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁদের৷
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ১০ অক্টোবর পুঞ্চ জেলাতেই জঙ্গিদের গুলিতে এক আধিকারিক-সহ পাঁচ জওয়ান শহিদ হয়েছিলেন৷ এ পর থেকেই পুঞ্চে শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গিরা যাতে পালাতে না পারে, সে জন্য বন্ধ করে দেওয়া হয় জম্মু-পুঞ্চ সড়ক যোগাযোগ ব্যবস্থা৷ গতকাল বিকেলে ওই একই জায়গায় শুরু হয় সংঘর্ষ৷
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুঞ্চ জেলায় নতুন করে সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে। গুলির লড়াইয়ে এক জেসিও এবং এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এখনও তল্লাশি অভিযান চলছে।’’ পরে ওই দুই সেনার মৃত্যু হয়৷ তবে সংঘর্ষে কোনও জঙ্গি নিহত হয়েছে কি না তা সেনার তরফে জানানো হয়নি।