বদলে যাবে পরিবহণ ব্যবস্থার খোলনোলচে! ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা নমোর

বদলে যাবে পরিবহণ ব্যবস্থার খোলনোলচে! ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা নমোর

নয়াদিল্লি:  স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন তিনি৷ তিন মাসের মধ্যেই কথা রাখলেন নমো৷ ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি- রাষ্ট্রীয় মাস্টার প্ল্যানের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী৷ দিল্লির প্রগতি ময়দান থেকে এই প্রকল্পের সূচনা করেন নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- এবার থেকে বাধাহীন উড়ান! উৎসবের মাঝে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

এই প্রকল্পে বরাদ্দ টাকা মূলত রাস্তা-ঘাট, রেলপথ বিমাণ পরিষেবার উন্নয়নের জন্য ব্যবহার করা হবে৷ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মার্চ মাস থেকে শুরু হবে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের পর্ব৷ ৭৫ সপ্তাহের মধ্যে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণাকে একসঙ্গে যুক্ত করবে৷ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে তৈরি হবে নতুন বিমানবন্দর৷ ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশে ১০৯টি নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে। তৈরি হবে হেলিপ্যাড, এয়ার স্ট্রিপ৷ 

শুধুমাত্র বিমান পরিবহণের ক্ষেত্রেই উন্নয়ন করা হবে না৷ ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশে জাতীয় সড়কের দৈর্ঘ বৃদ্ধি পেয়ে হবে ২০০ লক্ষ কিমি। ২০১৪ সালে যা ছিল মাত্র ৯১ হাজার কিলোমিটার। চলতি বছরের শেষেই জাতীয় সড়ক বেড়ে হবে ১.৩ লক্ষ কোটি কিলোমিটার। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতে গ্যাস পাইপলাইন পরিষেবার দৈর্ঘ্যও দ্বিগুণ করাই হল সরকারের টার্গেট৷ দেশে ৩৫ লক্ষ কিমি অপটিক্যাল ফাইবার পাতা হবে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে। পাশাপাশি নতুন রেললাইন তৈরির পরিকল্পনাও আছে মোদী সরকারের৷ 

এদিন নাম না করে কংগ্রেস সরকারকে বিঁধে মোদী বলেন, দশকের পর দশক ধরে যে সরকার ভারতে রাজত্ব করেছে, তাতে সরকারি কাজের নাম শুনলেই মানুষ নাক সিঁটকোতেন৷ সরকার জনগণের টাকা নষ্ট করে এসেছে৷ একটা সময়ের পর মানুষ হাল ছেড়ে দিয়েছিলেন। বিজেপি জমানায় পুরো প্রশাসনিক চিন্তাভাবনারও বদল ঘটেছে৷ সত্যিকারের এগিয়ে চলেছে দেশ৷ গত সাত বছরে কর্ম সংস্কৃতি গড়ে উঠেছে৷ এখন শুধু কাজই হয় না৷ সময়ের আগে তা শেষও হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *