অনুব্রত মামলায় নয়া চমক! গরু পাচারের কালো টাকা ঢালা হয়েছে IPL-এও, দাবি ইডি-র

কলকাতা: গরু পাচার মামলায় গত অগাস্ট মাসে সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ পরে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার বর্তমান ঠিকানা দিল্লি৷ সেখানে ইডি হেফাজতে রয়েছেন তিনি৷ জেরায় অনুব্রত বলেন, সব কিছু জানেন তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারি৷ দিনভর জেরার পর মঙ্গলবার গ্রেফতার করা হয় কেষ্টর হিসাবরক্ষককে৷ ইডি-র আইজীবী আদালতে জানান, অনুব্রতের হয়ে তাঁর হিসাব রক্ষকই গরু পাচারের কালো টাকা সাদা করতেন৷ এই আবহে ইডির চাঞ্চল্যকর দাবি, এই কালো টাকা সাদা করার জন্য অনুব্রতর কালো টাকা ঢালা হয়েছিল আইপিএলেও। মণীশ কোঠারির 'পরামর্শেই' নাকি এই কাজ করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা৷
আরও পড়ুন- নিয়োগকর্তা নন, আদালতে দাবি পার্থর, দুর্নীতির দায় নিজের ঘাড়ে নিলেন না
ইডি-র দাবি, গরু পাচারের কোটি কোটি কালো টাকা সাদা করতে অনুব্রতকে এই ধরনের বিনিয়োগের পরামর্শ দিতেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। কেষ্টকে বাজার দরের চেয়ে বেশি দামে সম্পত্তি বা জিনিসপত্র কেনার 'পরামর্শও' দিয়েছিলেন মণীশ। মণীশই তাঁকে বুঝিয়েছিলেন, আইপিএল-এ কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়৷ সেখানে কালো টাকা ঢাললে, সহজে ধরা পড়বে না৷ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের মাঝে কয়েকশো কোটির বিনিয়োগের ওপর কারও নজর থাকবে না৷ অনুব্রতকে বুঝিয়েছিলেন মণীশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে ইডি।
গ্রেফতার করার পর গতকালই গতকালই মণীশ কোঠারিকে ৬ দিনের ইডি হেফাজতে পাঠায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ইডির দাবি, ভুয়ো কোম্পানি খুলে কালো টাকা সাদা করেছেন অনুব্রতর এই হিসাবরক্ষক। জিজ্ঞাসাবাদের সময় মণীশ কোঠারি একাধিক তথ্য গোপন করেছেন বলেও দাবি করা হয়েছে৷