অমিত শাহের সঙ্গে আলোচনাতেও কাটল না ‘কৃষি’ জট, বাতিল বৈঠক

অমিত শাহের সঙ্গে আলোচনাতেও কাটল না ‘কৃষি’ জট, বাতিল বৈঠক

c5e5972b4b45fad2523fc47b22a8397d

নয়াদিল্লি: নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও কাটল না জট৷ অব্যাহত অচলাবস্থা৷ মঙ্গলবার সন্ধ্যায় কৃষক নেতাদের সঙ্গে বৈঠক কার্যত নিস্ফলা৷ কৃষি বিল প্রত্যাহারের দাবি থেকে এক চুলও নড়তে নারাজ বিদ্রোহী কৃষকরা৷ কেন্দ্রের আইন সংশোধনের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন কৃষক নেতারা৷ যার জেরে বাতিল হয়ে গেল কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে আজকের বৈঠক৷ 

আরও পড়ুন- বাড়ল গ্যাসের দাম, তবে ভর্তুকি নিয়ে থেকেই যাচ্ছে সংশয়

জানা গিয়েছে মঙ্গলবার কৃষক নেতারা কৃষি বিল নিয়ে একটি উপস্থাপনা পেশ করে৷ কৃষি বিল নিয়ে সরকার যে সংশোধনগুলি আনতে চায়, সে বিষয়ে একটি লিখিত প্রস্তাব পাঠানোর কথা রয়েছে আজ৷ মঙ্গলবার বৈঠকের পর অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, ‘‘আগামীকাল সরকার ও কৃষক নেতাদের মধ্যে কোনও বৈঠক হবে না৷ বুধবার কৃষক নেতাদের একটি প্রস্তাব দেবে কেন্দ্র৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনা করবেন কৃষক নেতারা৷’’ ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইট বলেন, ‘‘আমি বলব বৈঠক ফলপ্রসু হয়েছে৷ সরকার আমাদের দাবির উপর গুরুত্ব দিয়েছে৷ বুধবার আমাদের সংশোধনের একটি খসড়া দেওয়া হবে৷ ওই খসড়া আমারা বিবেচনা করে দেখব৷’’ 

আরও পড়ুন- কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে বনধ-প্রতিবাদ! সমর্থন বিরোধী দলগুলির

এদিন দুপুরে সিঙ্ঘু সীমান্তে বৈঠক করবেন কৃষক নেতারা৷ হাজার হাজার কৃষক উপস্থিত রয়েছেন এই সীমান্তে৷ ১০ দিনেরও বেশি সময় ধরে একই ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তাঁরা অনড়৷ কৃষকদের দাবি, এই আইন কার্যকর হলে ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হতে হবে তাঁদের৷ এর আগে পাঁচ দফা বৈঠকেও জট কাটেনি৷ ভেস্তে যায় ষষ্ঠ দফার আলোচনাও৷ 

গত ২৬ নভেম্বর থেকে দিল্লির উপকন্ঠে আন্দোলন করছেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা। তাঁদের আন্দোলনে সামিল হয়েছেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা৷ কেন্দ্রের তৈরি তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতেই তাঁদের এই আন্দোলন৷  প্রবল ঠাণ্ডা উপেক্ষা করেই চলছে কৃষকদের এই লড়াই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *