হিজাব বিতর্কে মুখ খুললেন অমিত শাহ, মনে করালেন ‘ড্রেস কোড’

হিজাব বিতর্কে মুখ খুললেন অমিত শাহ, মনে করালেন ‘ড্রেস কোড’

নয়াদিল্লি: কর্ণাটকের কলেজ থেকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা এখনও চলছে এবং আগামী কয়েক দিন বজায় থাকবে বলেই ধারণা। হিজাব ইস্যুতে এমনিতেই শোরগোল গোটা দেশজুড়ে। কলেজ বন্ধ হওয়া থেকে শুরু করে ছাত্র বিক্ষোভ সবই দেখেছে দেশ। ‘জয় শ্রীরাম’ স্লোগান থেকে শুরু করে তার পালটা স্লোগান ‘আল্লাহু আকবর’ পর্যন্ত শোনা গিয়েছে মুখে মুখে। এক কথায় বিতর্কের শেষ নেই। এবার এই ইস্যুতেই মুখ খুলে ‘ড্রেস কোড’ মনে করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন- ‘রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই’, বাবুলকে খোঁচা তথগতর, পাল্টা দিলেন তৃণমূল নেতা

এই মুহূর্তে আদালতে বিষয়টি বিচারাধীন। কিন্তু হিজাব বিতর্কে মুখ খুলে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিয়ে বলেন, স্কুলে একটি নির্দিষ্ট ড্রেস কোড থাকা উচিত। সব ধর্ম নির্বিশেষে সেই ড্রেস কোড মেনে চলা উচিত বলেই তিনি মনে করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের মানুষ বিচার করবে যে ভারত সংবিধান অনুযায়ী চলবে নাকি কোনও নির্দিষ্ট কারোর ব্যক্তিগত ইচ্ছায়। তবে অমিত শাহের এও বক্তব্য যে, এখন যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে। কিন্তু ড্রেস কোডের ব্যাপারটি সকলের মানা উচিত বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

কিছুদিন আগেই এই বিতর্কে আরও শোরগোল পড়েছিল কারণ আসাউদ্দিন ওয়েইসির মন্তব্যের পাল্টা দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করেন যে, এই দেশে মৌলবাদের শাসন কোনওদিন স্থাপন হবে না। শরিয়ত আইন হবে বলে যারা ভাবছে তাদের স্বপ্ন কোনও দিন পুরণ হবে না। প্রসঙ্গত, সম্প্রতি এআইএমআইএম দলের নেতা তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছিলেন যে একদিন হিজাব পরিহিত মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই মন্তব্যের পালটা দিয়েই এমন মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 6 =