‘রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই’, বাবুলকে খোঁচা তথগতর, পাল্টা দিলেন তৃণমূল নেতা

‘রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই’, বাবুলকে খোঁচা তথগতর, পাল্টা দিলেন তৃণমূল নেতা

কলকাতা: রাজনৈতিক সন্ন্যাস ভেঙে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তথাগত রায়ের নিশানায় তিনি৷ রবিবার সকালে বাবুল সুপ্রিয়কে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তথাগত রায়। এবার পাল্টা জবাব দিলেন বাবুল।

আরও পড়ুন- আসানসোলে ৫৩ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বাকিগুলিতে এগিয়ে কোন দল?

 

প্রসঙ্গত, রবিবার সকালে তৃণমূল নেতাকে একহাত নেন তথাগত৷ তিনি লেখেন, “আমার একটু দুঃখই হচ্ছে। ছেলেটাকে (বাবুল সুপ্রিয়) আমি ভালবাসতাম। ওঁর বাড়িতে গিয়েছি, খেয়েছি, ওঁর বাবার সঙ্গে গল্প করেছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়-রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা যদি একবার আমাকে জিজ্ঞেস করত!” উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়ার সময় বাবুল বলেছিলেন, তিনি প্রথম একাদশে খেলতে ভালোবাসেন৷ সে কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ কিন্তু এখনও পর্যন্ত দলে কোনও গুরুত্বপূর্ণ পদ পাননি তিনি৷ সেই প্রেক্ষিতেই এদিন খোঁচা দেন তথাগত রায়৷ 

 

যদিও পাল্টা জবাব দিতে ছাড়েননি বাবুলও৷ একটি ভিডিওর মাধ্যমে তোপ দাগেন প্রাক্তন সহকর্মীর বিরুদ্ধে৷ তিনি বলেন, “আপনি যা বলেছেন তা ঠিক। আপনি আমার বাড়ি এসেছেন, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। একবার নয়, একাধিকবার৷ আমার বাবার সঙ্গে গল্প করেছেন৷ তাই তো দল বদল করার পর আপনি আমাকে যে ভাষায় আক্রমণ করেছিলেন তার পর আমি আপনাকে ফোন করেছিলাম। সঠিক সিদ্ধান্ত বলে কিছু হয় না। সিদ্ধান্ত নেওয়ার পর তা সঠিক করে দেখাতে হয়।” বাবুল দৃঢ় কন্ঠে আরও বলেন, “আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং জিতে দেখিয়েছিলাম। আমি আপনার শতায়ু কামনা করি৷ যাতে আপনি দেখে যেতে পারেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক কিনা৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *