আসানসোলে ৫৩ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বাকিগুলিতে এগিয়ে কোন দল?

আসানসোলে ৫৩ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বাকিগুলিতে এগিয়ে কোন দল?

কলকাতা: পোস্টাল ব্যালট গণনা শেষ৷ পোস্টাল ব্যালট গণনা শেষে চন্দনগরে ১৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এদিকে এদিকে আসানসোলে ৫৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা৷ বিজেপি এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে। বামেরা কোনও আসনে এগিয়ে নেই।

আরও পড়ুন- এগিয়ে গৌতম দেব, অশোক ভট্টাচার্য, প্রথম রাউন্ড শেষে কোন দিকে ট্রেন্ড

বিধাননগরে ৩৬ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিধাননগর পুরনিগমের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী এগিয়ে রয়েছেন ২৯ নম্বর ওয়ার্ডে৷ ১ হাজার ১১১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত এগিয়ে রয়েছেন ৩১ নম্বর ওয়ার্ডে। বিধাননগরে বামেরা এগিয়ে ১টি ওয়ার্ডে৷ ১২ নম্বর এগিয়ে রয়েছে বামেরা৷ 

সকাল ৮টা থেকে শুরু চার পুরনিগমের ভোট গণনা৷ প্রতিটি গণনাকেন্দ্রেই রয়েছে সিসি ক্যামেরার নজরদারি৷ গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা৷ ১২ ফেব্রুয়ারি চার পুরনিগম  বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে ভোট হয়৷ আজ এই চার পুরনিগমেই চূড়ান্ত ফলাফল ঘোষণা। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =