ইউক্রেনে যুদ্ধের মেজাজ, ভারতীয়দের ফেরাতে উড়ল বিমান

ইউক্রেনে যুদ্ধের মেজাজ, ভারতীয়দের ফেরাতে উড়ল বিমান

নয়াদিল্লি: রাশিয়া এবং ইউক্রেন দেশের মধ্যে যে চাপানউতোর সৃষ্টি হয়েছে তার জন্য এখন রীতিমত চিন্তিত ইউক্রেনবাসী ভারতীয়রা। কোনও ভাবেই দেশের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না বলে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাই আরো বেশি করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে। এই প্রেক্ষিতেই ইউক্রেনের বিমান বন্দর থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। জানা গিয়েছে সেই দেশ থেকে এয়ার ইন্ডিয়ার তিনটি বিমান ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসবে।

আরও পড়ুন- মার্চেই আসছে LIC-র শেয়ার, বড় অঙ্কের ছাড় পাবেন পলিসি হোল্ডাররা

এর আগে ইউক্রেনবাসী ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে একাধিকবার অবস্থান বদল করেছিল ভারত কিন্তু ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছেন। এই কারণেই আরো বেশি করে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। তাই এখন আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় ভারতের কেন্দ্রীয় সরকার। এই আবহেই জানা গিয়েছে যে আজ রাতে ইউক্রেন থেকে এয়ার ইন্ডিয়ার তিনটি বিমান ভারতীয়দের দেশে নিয়ে আসবে। গতকাল রাতেই ইউক্রেন চলে গিয়েছে বিমান গুলি। আজকের পর আবার ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার দুটি বিমান ইউক্রেন যাবে ভারতীয়দের ফিরিয়ে আনতে। পড়াশুনা ছাড়াও চাকরিসূত্রে অনেক ভারতীয় থাকেন ইউক্রেনে। তাই রাশিয়ার সঙ্গে সেই দেশের যে সম্পর্কের অবনতি ঘটেছে তার সরাসরি প্রভাব পড়ছে তাদের ওপর। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ঝুঁকি বাড়ছে প্রাণহানীর। তাই যত দ্রুত সম্ভব পদক্ষেপ করছে ভারতের সরকার।

সোমবার ডোনেত্সগক এবং লুহানৎসককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে যায়৷  যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে ধাক্কা খায় শেয়ার বাজার৷ সেনসেক্স ১০১৫ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ পতন ঘটে৷ সেনসেক্স নেমে যায় ৫৬,৬৬৮.৬ পয়েন্টে। এবং নিফটি ২৮৫.৪৯ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ পতন হয়৷ যার জেরে নিফটি ১৭০০০ পয়েন্টের নিচে নেমে যায়। নিফটি পৌঁছয় ১৬,৯২১.২৫ পয়েন্টে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =