মার্চেই আসছে LIC-র শেয়ার, বড় অঙ্কের ছাড় পাবেন পলিসি হোল্ডাররা

মার্চেই আসছে LIC-র শেয়ার, বড় অঙ্কের ছাড় পাবেন পলিসি হোল্ডাররা

3 stocks recomended

নয়াদিল্লি: কোভিডের ধাক্কা সামলে শুরু হয়েছে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর পর্ব৷ বছরের শুরুতেই লগ্নিক্ষেত্রে এসেছে চমক৷ আইপিও নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি৷ বিমা সংস্থার পলিসি হোল্ডারের জন্য রয়েছে সুখবর৷ 

আরও পড়ুন- আম্বানিকে টপকে গেলেন আদানি! এখন তিনি এশিয়ার ধনীতম

বলা হয়েছে, সংস্থার পলিসি হোল্ডারদের শেয়ার কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে এলআইসি।  শেয়ার ছাড়ার অনুমতি চেয়ে ইতিমধ্যেই সেবির কাছে খসড়া প্রস্তাব জমা দিয়েছে ভারতীয় জীবন বিমা নিগম৷ এলআইসি’র যে সমস্ত গ্রাহকের এক বা একাধিক পলিসি রয়েছে তাদের জন্য ১০ শতাংশ শেয়ার আলাদা করে সরিয়ে রাখা হবে৷ সে সকল গ্রাহকের এক বা একাধিক পলিসি রয়েছে, তাঁরাই শুধুমাত্র এই কোটার সুবিধা পাবেন। তবে, শেয়ার কেনার ক্ষেত্রে গ্রাহকদের কত টাকা ছাড় দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়৷ তবে অন্যান্য লগ্নিকারীদের তুলনায় পলিসি হোল্ডাররা কিছুটা সস্তাতে এই শেয়ার কিনতে পারবেন৷ বিমা গ্রাহকদের শেয়ারের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, আগামী ১১ মার্চ প্রাক শেয়ার বিক্রয় প্রক্রিয়া শুরু করতে পারে এলআইসি। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, আনুমানিক ৬০ হাজার কোটি টাকা মূল্যের এই শেয়ার বিক্রয় প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে বা প্রাক শেয়ার বিক্রয় প্রক্রিয়ায় আগে শেয়ার কেনার সুযোগ পবেন মূল বিনিয়োগকারীরা। বাকি বিনিয়োগকারীদের এর কিছুদিন পর থেকে শেয়ার কেনার সুযোগ পাবেন৷ 

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছে, কোনও সংস্থা যখন শেয়ারবাজারের অন্তর্ভুক্ত হয়, তখন তার কর্মীদের শেয়ার বিক্রির উপর ছাড় দেওয়ার অধিকার দেওয়া হয়ে থাকে। ঠিক একই ভাবে এলআইসি’কে তাদের পলিসি হোল্ডারদের শেয়ারের দরে ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে সেবি।জীবন বিমা নিগম তার পলিসি গ্রাহকদের নির্ধারিত দরের ১০ শতাংশ পর্যন্ত কম দামে শেয়ার বিক্রি করতে পারবে৷ 

 এ প্রসঙ্গে আইআইএফএল সিকিওরিটিজের ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্তা বলেন, ‘সেবির নিয়ম অনুযায়ী, ‘‘নির্ধারিত দামের উপর নিজস্ব পলিসিহোল্ডারদের ছাড় দিতেই পারে এলআইসি। তবে তা কখনওই ১০ শতাংশের বেশি হবে না। আমি আশাবাদী,  এলআইসি তার পলিসি হোল্ডারদের পুরো ছাড়ই দেবে।’

গত কয়েক বছরে সাধারণ মানুষের মধ্যে শেয়ার বাজারে লগ্নির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত বছর ডিসেম্বর মাসে সংস্থার ওয়েবসাইটে আইপিও সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল৷ ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়, এলআইসি’র পলিসি হোল্ডারদের জন্য আলাদা ভাবে আইপিও রাখা হবে। চাইলে পলিসি হোল্ডাররা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সরাসরি এই শেয়ার কিনতে পারেন। তবে শেয়ার কিনতে হলে লগ্নিকারীর আধার নম্বরের সঙ্গে এলআইসি-র লিঙ্ক থাকতে হবে। প্যান কার্ডও আপডেট থাকতে হবে। শেয়ারের দাম মধ্যবিত্তের নাগালেই রাখা হবে৷