দায়ী কি H3N2 ভাইরাস? দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৯০০

দায়ী কি H3N2 ভাইরাস? দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৯০০

2e56c71c67bb1c6780d8a63f9293b5e7

নয়াদিল্লি: শেষ কয়েক মাস ধরেই দেশের কোভিড সংক্রমণ তলানিতে ছিল। মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে করোনা সংক্রমণ নিয়ে ভাবাই হয়তো ছেড়ে দিয়েছিল সাধারণ মানুষ। কিন্তু বিগত কয়েক সপ্তাহে তা নিয়ে আতঙ্ক আবার বাড়তে শুরু করেছে। শেষ যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৯০০ ছাড়িয়েছে। অনেকেই মনে করছেন, এর জন্য দায়ী H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাই স্বাভাবিকভাবেই বিধিনিষেধ আবার হতে পারে কিনা সেই প্রশ্ন ধেয়ে আসছে সকলের মনে। 

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

দেশের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ৬ হাজার ৩৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৯১৮ জন। আর একই সময়ে ৪৪ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। চিন্তার বিষয় হল, এই সময়েও একাধিক মৃত্যু হয়েছে করোনার কারণে। রাজস্থান, কর্ণাটক এবং কেরলে প্রাণ কেড়েছে কোভিড। সাম্প্রতিক সময়ে অ্যাডিনো ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে দাপট দেখা গিয়েছে তা হয়তো করোনাকে আরও শক্তিশালী করেছে, এমনটাই অনুমান করছে চিকিৎসক মহলের একাংশ। তাই এখন তাঁদের একটাই পরামর্শ, সচেতন থাকা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করার চল আবার বাড়াতে বলছেন তারা। কিন্তু আদতে কি এত ভয়ের কোনও কারণ আছে, তা নিয়ে অবশ্য এখনও সন্দেহ আছে এক মহলে।