কলকাতা: রোগ যাই হোক না কেন, সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের চিকিৎসার বিল নিয়ে ভেবেই ভয় পান। নিমেষের মধ্যে কত টাকা বিল হয়ে যাবে তা নিয়ে আতঙ্ক তৈরি হয়। সাম্প্রতিক সময়ে এই রকম বেশ কিছু ঘটনা ঘটতেও দেখেছে রাজ্যবাসী। কিন্তু আগামী দিনে যাতে এই সমস্যা না হয় তার জন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। জানা গিয়েছে, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসা খরচ বেঁধে দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন।
আরও পড়ুন- প্রশ্নপত্র ফাঁস আটকাতে পদক্ষেপ, উচ্চ মাধ্যমিকে কয়েকটি নয়া নিয়ম
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইন্ডোর, আউটডোর তো বটেই রক্ত পরীক্ষা, রোগ নির্ণয় এবং সেই চিকিৎসা সংক্রান্ত একাধিক ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হবে। এও খবর মিলেছে যে, নবান্নের নির্দেশে গত ২ মার্চ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে এই কাজ দ্রুত পরিকল্পনামাফিক সম্পন্ন করতে। এই কমিটিতে রয়েছেন ছ’জন সিনিয়র প্রশাসক ও বিশিষ্ট চিকিৎসক, এছাড়া আছেন দুই স্বাস্থ্য অধিকর্তাও। পাশাপাশি বেসরকারি হাসপাতাল সংগঠনগুলির একজন করে প্রতিনিধিও এই কমিটিতে জায়গা পাবেন। হলফ করেই বলা যায়, এই কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চিন্তা অনেকটাই দূর হবে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করানো নিয়ে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আবর্জনা থেকে সঙ্গীত, ফেলে দেওয়া জিনিসে সুরের খোঁজ! This group makes music out of junk” width=”560″>
তবে এর আগে যে এই নিয়ে পদক্ষেপ হয়নি তা নয়। ২০১৭ সালে গঠিত হওয়া ‘ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন’ এখনও পর্যন্ত ৩৩টি ‘অ্যাডভাইজারি’ প্রকাশ করেছে। চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত একাধিক মামলার নিষ্পত্তি করা থেকে হাসপাতালের ফার্মাসি বিলে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা, এমনকি একাধিক মামলায় ক্ষতিপূরণ ধার্য করেছে তারা। যদিও চিকিৎসা খরচ সংক্রান্ত কোনও ইস্যুতে নিয়ন্ত্রণ আনতে পারেনি।