কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার জন্য পর্ষদকে জবাবদিহি করতে হয়েছে। তাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এমন পরিস্থিতি যাতে না আসে তার জন্য আগে থেকেই পদক্ষেপ নেওয়া হল। মূলত প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতেই এই নতুন ব্যবস্থা।
আরও পড়ুন- ‘চুঁচুড়ার বিধায়কও অনেককে চাকরি দিয়েছেন..’, বোমা ফাটালেন লকেট
উচ্চ মাধ্যমিক কাউন্সিল জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রথম পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল দশটা থেকে শুরু পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার্থীদের নিজের নিজের কেন্দ্রে সকাল ৯টার মধ্যে পৌঁছে যেতে হবে। এছাড়া জানান হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পর্যন্ত উত্তরপত্র জমা দিতে বা পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবে না। যার অর্থ পরীক্ষার্থীরা কোনও ভাবেই ১২:৪৫ মিনিট এর আগে তাদের উত্তরপত্র জমা দিতে পারবে না বা পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরোতে পারবে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দামী গাড়ি থেকে রিসর্ট, হুক্কাবার! রকেট গতিতে উত্থান শান্তনুর! Santanu’s property details” width=”560″>
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি সুরক্ষিত করে রাখতে পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা৷ পাশাপাশি থাকবে লকার রুম। সেখানে যাবতীয় সামগ্রী রেখে পরীক্ষা হলে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রের ভেতরেও থাকবে পুলিশি পাহারা৷ উল্লেখ্য, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় সাড়ে আট লক্ষ পড়ুয়া।