Aajbikel

'চুঁচুড়ার বিধায়কও অনেককে চাকরি দিয়েছেন..', বোমা ফাটালেন লকেট

 | 
লকেট

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার গ্রেফতার করা হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর আগে গ্রেফতার হন বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ৷ পর পর দুই নেতার গ্রেফতারির পর জেলা রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এবার শান্তনুর গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, তিনি আগে থেকেই জানতেন যে শান্তনু নিয়োগ দুর্নীতি জড়িত এবং তাঁকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন- ধর্মঘটকে সমর্থক করে হামলার শিকার শিক্ষক-শিক্ষাকর্মী, প্রতিবাদে সোচ্চার সংগ্রামী যৌথ মঞ্চ


লকেট বলেন, "আমরা সবাই জানতাম যে শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে। আমরা অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কখন গ্রেফতার হবে। কুন্তল-তাপস-শান্তনু, এটা একটা বড় চক্র। মাকড়শার জালের মতো এই চক্র ছড়িয়ে রয়েছে। সিবিআই-ইডি এখন জাল গোটাচ্ছে। রথি মহারথিরা আগামী দিনে জেলে যাবে। আমরা চাই যাঁরা জনতার টাকা, মানুষের টাকা লুঠ করেছে তাদের যেন তাড়াতাড়ি শাস্তি হয়।’’ 


তিনি আরও বলেন, ‘‘পুরো তৃণমূল দলটাই দুর্নীতিতে ভরা৷ এই দুর্নীতির পিছনে বড় বড় প্রভাবশালীরা রয়েছেন। তাঁদের নামগুলো যেন শান্তনু-কুন্তল তদন্তকারী সংস্থাকে বলে দেয়। তাহলে আরও নেতাদের নাম বেরিয়ে আসবে।" 


এরপরই কার্যত বিস্ফোরক দাবি করেছেন হুগলির সাংসদ। এর পরেই বোমা ফাটিয়ে তিনি বলেন, ‘‘হুগলি জেলার মন্ত্রী-বিধায়করাও দুর্নীতির সঙ্গে যুক্ত। চুঁচুড়ার বিধায়কও এর সঙ্গে যুক্ত রয়েছেন। শোনা যাচ্ছে তিনিও অনেককে চাকরি দিয়েছেন৷  আমাদের কাছে অনেক তথ্য এসেছে। সময় মতো এক এক করে তথ্য বার করে দেব।’’ তাঁর সংযোজন, ‘‘ধনেখালী, চুঁচুড়া, সিঙ্গুরের, বড় বড় মাথা যাঁরা জিতেছেন তাঁদের নাম উঠে আসছে। একে একে সকলেই ধরা পড়বে।" সেই সঙ্গে দুর্নীতির মুখোশ খুলে দেওয়ার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ধন্যবাদ দিয়েছেন হুগলির সাংসদ৷ 


 

Around The Web

Trending News

You May like