আধার-প্যান কার্ড লিঙ্ক বিনামূল্যে হোক, সময়সীমাও বাড়ুক, মোদীকে চিঠি অধীরের

আধার-প্যান কার্ড লিঙ্ক বিনামূল্যে হোক, সময়সীমাও বাড়ুক, মোদীকে চিঠি অধীরের

নয়াদিল্লি: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ডেডলাইন দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জানান হয়েছে, এই সময়সীমা না মানলে ১ হাজার টাকা জরিমানা করা হবে। লিঙ্কের শেষ সময়সীমা দেওয়া হয়েছে ৩১ মার্চ, ২০২৩। এই সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক না হলে প্যান কার্ড বাতিল হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এই ইস্যুতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি চান সাধারণ মানুষের ওপর চাপ যাতে না বাড়ে।

আরও পড়ুন- কত সম্পত্তি কুন্তলের নামে? আদালতে ১০৪ পাতার চার্জশিট ইডির

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী লিখেছেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, ইন্টারনেটের ব্যবহার পর্যন্ত জানেন না। এই অবস্থায় আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর খরচ বাবদ ১ হাজার টাকা তাদের ওপর বিরাট চাপ বাড়াবে। তাই অধীর চান, জনসাধারণের স্বার্থেই এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করা হোক এবং লিঙ্ক করার সময়সীমাও বাড়ানো হোক। সাংসদের আর্জি, এই কাজের সময়সীমা আরও অন্তত ৬ মাস বৃদ্ধি পাক। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই আধার এবং প্যান কার্ড লিঙ্ক করানোর কথা বলে আসছে কেন্দ্র। কিন্তু এতদিনে তার পালন হয়নি। একটা বৃহৎ অংশের মানুষ এই কাজ করেননি। তাই এখন কড়া নির্দেশ দেওয়া হয়েছে।