Aajbikel

কত সম্পত্তি কুন্তলের নামে? আদালতে ১০৪ পাতার চার্জশিট ইডির

 | 
kuntal

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া যুব নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিল ইডি। মোট ১০৪ পাতার চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার নাম তাদের চার্জশিটে আগেই ছিল, এবার তাতে সংযোজন কুন্তল ঘোষ। এছাড়া তাতে এজেন্ট-সহ ১৭ জন সাক্ষীর বয়ানও রয়েছে বলে খবর। 

আরও পড়ুন- দুর্নীতিতে অভিযুক্ত অয়নের টাকাতেই ছবি কৌশিকের? একই ফ্রেমে ঋত্বিক, সোহিনী, অর্জুন

ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে দু’কোটি টাকার হিসাব রয়েছে। যার মধ্যে কুন্তলের সম্পত্তি বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তীর অর্থ মিলিয়ে ১ কোটি টাকা ও কুন্তলের নিজস্ব সম্পত্তি ১ কোটি টাকা। অন্যদিকে  মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুন্তলের যোগাযোগ ছিল বলে চার্জশিটে আগেই দাবি করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে। তাঁর গ্রেফতারির প্রায় দেড় মাস পর তাঁকে দল থেকে বহিষ্কৃত করে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। 

মনে রাখতে হবে, অভিনেতা বনি সেনগুপ্ত এবং পার্লারের মালিক সোমা চক্রবর্তী স্বীকার করেছিলেন যে তারা কুন্তল ঘোষের থেকে যথাক্রমে ৪৪ লক্ষ টাকা এবং ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ঋণ বাবদ নিয়েছিলেন। পরে ইডির নির্দেশে সেই টাকা ফেরত দিয়ে দেন তারা। এখন অবশ্য এও দাবি, কুন্তলের টাকার সরাসরি যোগ আছে টলিউডের সঙ্গে। ইডির নজরে আছে আরও ৫-৬ জন অভিনেতা-অভিনেত্রী। 

Around The Web

Trending News

You May like