আগরতলা: দীর্ঘ ২৫ বছর ত্রিপুরায় শাসন করেছে বামফ্রন্ট সরকার এবং গত তিন বছর ধরে শাসন করছে বিজেপি শিবির। কিন্তু এতগুলো বছরের ত্রিপুরা রাজ্যের না কোনো উন্নয়ন হয়েছে এবং না কোনো প্রগতি। এই দীর্ঘ বছরগুলিতে রাজ্যের অগ্রগতির শূন্য, প্রগতি শূন্য। এদিন ত্রিপুরা রাজ্য সফর থেকে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এককথায় বাম এবং রামকে এক নিশানায় নিয়ে এসে তুলোধনা করলেন তিনি।
এদিন অভিষেক বলেন, ত্রিপুরায় কর্মসংস্থান এবং শান্তি চলে গেছে। দিল্লি থেকে সরকার নিয়ন্ত্রণ করছে বিজেপি। সাধারণ মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ছে। অভিষেকের কথায় রাজ্যে গণতন্ত্র নেই, বাঙালি থেকে শুরু করে আদিবাসী সকলেই লাঞ্ছিত এবং অত্যাচারিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত। এই প্রেক্ষিতে বিজেপিকে আক্রমণ করে অভিষেক মন্তব্য করেন, তাদের উপর যত হামলা হবে তাদের আন্দোলন আরো বেশি তীব্রতর হবে। হামলা করে তাঁকে বা তৃণমূল কংগ্রেস দলকে আটকানো যাবে না। তিনি দাবি করেন যে, মানুষের স্বার্থে শেষ রক্তবিন্দু পর্যন্ত তাঁর দল কাজ করে যাবে। এই প্রসঙ্গে আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কটাক্ষের সুরে তিনি বলেন, বিপ্লব দেবের তিনি দোষ দেখেন না কারণ তিনি নিজে বলির পাঁঠা! দিল্লির অঙ্গুলিহেলনে তিনি কাজ করে চলেছেন।
আরও পড়ুন- ‘বিল পাশ হচ্ছে, নাকি পপড়ি চাট বানানো চলছে’, দ্রুত বিল পাশ নিয়ে তীব্র কটাক্ষ ডেরেকের
উল্লেখ্য, আজ বিমান বন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে অভিষেকের গাড়ি৷ বারেবারে পথ আটকানো হয় তাঁর৷ চলন্ত গাড়িতে লাঠির বাড়ি মারে বিজেপি সমর্থকরা৷ লাঠির আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ৷ দেখানো হয় কালো পতাকা৷ এর পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে নিজেই সেই ভিডিয়ো টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ টুইটে অভিষেক লেখেন, ‘‘বিজেপি’র শাসনে ত্রিপুরার গণতন্ত্র! রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ বিল্পব দেব৷’’ এদিন পথের বাঁধা পেরিয়েই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মন্দির থেকেই বিজেপি-কে নিশানা করেন তিনি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘দু, চার দিন আগে ‘অতিথি দেব ভব’র কথা বলছে৷ সেই বক্তব্যের নিদারুণ উদাহরণ দেখলাম। ত্রিপুরার মানুষের উপর ছেড়ে দিচ্ছি। ত্রিপুরার মানুষ বিচার করবে৷’’