‘ইয়ে ডর হামে আচ্ছা লাগা’, ত্রিপুরায় মিছিলে অনুমতি না পেয়ে খোঁচা অভিষেকের

‘ইয়ে ডর হামে আচ্ছা লাগা’, ত্রিপুরায় মিছিলে অনুমতি না পেয়ে খোঁচা অভিষেকের

কলকাতা: ত্রিপুরায় পদযাত্রার অনুমতি পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর জন্য একাধিক যুক্তি খাড়া করেছে ত্রিপুরা পুলিশ৷ আগরতলার কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হতেই ফের আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ টুইট করে তিনি বলেন, ‘‘বিজেপি ভয় পেয়েছে৷ বিপ্লব দেব তাঁর সমস্ত শক্তি দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে৷ চেষ্টা করা ভালো৷ কিন্তু আমাকে আটকানো যাবে না৷ আপনার সরকারের আর কয়েকটা দিন পড়ে আছে মাত্র৷’’ টুইটের শেষে খোঁচা দিয়ে তিনি আরও লেখেন, ‘‘ইয়ে ডর হামে আচ্ছা লাগা!’’ 

আরও পড়ুন- যোগী সরকারের বিজ্ঞাপনে ‘মা’ উড়ালপুল, RTI তৃণমূলের

উল্লেখ্য, রবীন্দ্র ভবন থেকে চৌমোহিনী পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ ১৫ তারিখ দুপুর ২টোয় ছিল এই কর্মসূচি৷ কিন্তু পুলিশ জানায়, ওই দিন অন্য দুটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে৷ এবং সেই কর্মসূচিতে আগে থেকেই অনুমতি দেওয়া রয়েছে৷ তাছাড়া নিয়ম অনুসারে ৭২ ঘণ্টা আগে পুলিশের কাছে লিখিত ভাবে অনুমতি চাইতে হয়৷ জানালে হয় মিছিলে কত জন থাকবেন, কোন পথে মিছিল হবে৷ তৃণমূলের তরফে সেই নিয়ম মানা হয়নি৷ সেকারণেই তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেওয়া যাবে না৷ 

এর পর তৃণমূলের তরফে ১৬ তারিখ পদযাত্রা করার অনমুতি চাওয়া হয়৷ কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন নিরাপত্তার কারণে অনুমতি দেওয়া যাবে না বলে জানায় ত্রিপুরা পুলিশ৷ তাঁদের বক্তব্য, পুজোয় বহু পুলিশ সামিল হন৷ বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করতে হয়৷ ফলে ১৬ তারিখ তৃণমূল তাঁদের কর্মসূচি রাখলে নিরাপত্তার সমস্যা হবে৷ 

আরও পড়ুন- ‘গোমাতা’র পুজো দিয়ে বিতর্কে গুজরাতের নয়া মুখ্যমন্ত্রী

এ প্রসঙ্গে ত্রিপুরার ভারপ্রাপ্ত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি৷ তাই ছলে বলে কৌশলে ব্যাক ডেট দিয়ে অন্য দলের নামে অনুমোদন দেখিয়ে এই পদযাত্রা আটকানোর চেষ্টা চলছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে ত্রিপুরায় যে উদ্দীপনা তৈরি হয়েছে সেটা দেখে বিজেপি শঙ্কিত৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fourteen =