নয়াদিল্লি: দিল্লি পুরসভাতে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি আর বাজিমাত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস ছিল এমনটাই। এখন বাস্তবে তা মিলে যেতেই চলেছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে অর্ধেকের বেশি আসন জেতার পথে আপ। বিজেপি দ্বিতীয় আর শোচনীয় অবস্থা কংগ্রেসের। যে সংখ্যা উঠে আসছে তাতে এই মুহূর্তে দিল্লিতে আপের দখলে ১৩০ আসন। বিজেপি ১০০ অতিক্রম করেছে এবং কংগ্রেস ১০-এর ঘরে যায়নি।
আরও পড়ুন- সাত সকালে পুরীর কাছে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল ঢাকা-সহ বাংলাদেশের একটা অংশ
দিল্লি বিধানসভার পর এ বার দিল্লি পুরনিগমও হাতে চলে আসছে তাদের, এই বিষয় বুঝেই আপ সমর্থক এবং কর্মীরা সকাল থেকেই আনন্দে আত্মহারা। জায়গায় জায়গায় উৎসব করতে শুরু করেছে তারা। আপের দফতরে সমর্থকদের ভিড় বাড়ছে। দলের তরফে বিজেপিকে আক্রমণ করে বলা হয়েছে, বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। তারই প্রমাণ এই ফলাফল। বার্তা স্পষ্ট, মানুষ বিজেপিকে চাইছে না। উল্লেখ্য, ২৫০ আসনের দিল্লি পুরসভায় গরিষ্ঠতা পেতে গেলে ১২৬ টি আসনের প্রয়োজন। এখন আপ যে অনেকটাই এগিয়ে তা বলাই বাহুল্য।
আর গুজরাটে শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আপাতত যদি এক্সিট পোলের কথা ধরা যায় তাহলে গুজরাট হচ্ছে গেরুয়া। সুতরাং বলা যায়, দিল্লি হাতছাড়া হলেও মোদী রাজ্যে দাপট দেখাবে গেরুয়া শিবির।