নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাস টিকা চালু হওয়ার সঙ্গেই চালু হয়েছিল COWIN পোর্টাল। যাতে নাম নথিভুক্ত করে টিকা পাওয়া যাবে। নিজের তথ্য দিয়ে নাম নথিভুক্ত করার পরেই এই পোর্টাল মারফত টিকা পাওয়া যেতে পারে। এতদিন বিভিন্ন নথি এবং তথ্য দিয়ে কোটি কোটি মানুষ নিজেদের জন্য টিকা স্লট বুক করেছেন এবং টিকা নিয়েছেন। তবে এই নাম নথিভুক্ত নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে তুলকালাম, গোয়ায় আক্রান্ত বাবুল সুপ্রিয়
করোনা টিকা নেওয়ার জন্য COWIN পোর্টালে নাম নথিভুক্তকরণের জন্য বাধ্যতামূলক নয় আধার কার্ড। সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সূর্য কান্তের ডিভিশন বেঞ্চকে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। অনেকেই মনে করছিলেন যে, নাম নথিভুক্ত করার জন্য হয়তো আধার কার্ড বাধ্যতামূলক হবে। কিন্তু সেটা যে নয়, তা আজ স্পষ্ট করে দেওয়া হল মোদী সরকারের পক্ষ থেকে। এর আগে অবশ্য আদালতে তাদের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে, করোনা টিকাও কাউকে জোর করে দেওয়া যাবে না। কারোর ইচ্ছার বিরুদ্ধে টিকা দেওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়েছিল। আবার টিকা শংসাপত্র নিয়ে ঘোরাও বাধ্যতামূলক না বলে জানান হয়েছিল।
আসলে এখন দেশের কোভিড পরিস্থিতি আগেই থেকে একটু ভাল দিকে যাচ্ছে। রাজ্য ভিত্তিক করোনা সংক্রমণ কমছে আগের থেকে। জায়গায় জায়গায় নিয়ম কিছুটা হলেও শিথিল করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৭.২৫ শতাংশ। এই একই সময় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২২ লক্ষ ৭২ হাজার ০১৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০২ হাজার ৮৭৪ জনের। এদিকে এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৫৫ ডোজ, গত ২৪ ঘণ্টায় হয়েছে ১৪ লক্ষ ৭০ হাজার ০৫৩ ডোজ। পাশাপাশি দেশের সুস্থতার হার সোমবার বেড়ে হয়েছে ৯৬.১৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন।