পানাজি: সপ্তাহ ঘুরলেই ভোট গোয়ায়৷ চলছে শেষবেলার জোড় প্রচার৷ রবিবার প্রচারে গিয়েই আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী৷ টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন বাবুল৷ আক্রমণকারী নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলেই দাবি তাঁর৷ যে দলের সঙ্গে যোগসাজশ রয়েছে কংগ্রেস ও বিজেপি’র৷
আরও পড়ুন- ‘কোকিলকণ্ঠীকে’ শ্রদ্ধা জানাতে গেলেন অমিতাভ, শেষকৃত্যে থাকবেন মোদী
এদিন টুইট করে বাবুল বলেন, “গোয়ার একটি স্থানীয় রাজনৈতিক দলের আশ্রিত এক দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি, দুই জাতীয় দলের আশীর্বাদেই ওই রাজনৈতিক দলটি এবার গোয়ায় নির্বাচনে লড়ছে৷ নিরাপত্তাক্ষীদের জন্য আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।’’ যদিও এই টুইটটি পরে ডিলিট করে দেন বাবুল৷
শুধু বাবুলের উপর আক্রমণই নয়, গোয়ার ভাস্কো ডা গামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ছেঁড়া হয়৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ তিনি লেখেন, “এটা কোন গণতন্ত্র? ডবল ইঞ্জিন সরকারের সৌজন্যে এসব চলছে।” টুইটটি তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকেও। অন্যদিকে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে ট্যাগ করে শান্তনু সেন লেখেন, “এ ব্যাপারে আপনার কী মত, শুনতে চাই।” এর আগেও বেশ কেয়কবার গোয়ায় তৃণমূলের পোস্টার, হোর্ডিং ছেঁড়া হয়েছে৷ অভিযোগের আঙুল ওঠে শাসকদলের বিরুদ্ধে।