রুদ্রাক্ষ থেকে রিভলভার, যোগীর সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে উঠবে

রুদ্রাক্ষ থেকে রিভলভার, যোগীর সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে উঠবে

লখনউ: আর মাত্র ক’দিন বাকি৷ তার পরেই ভোট উত্তরপ্রদেশে৷ বিজেপি ক্ষমতায় এলে আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তিনি৷ তার আগে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন যোগী আদিত্যনাথ৷ গোরক্ষপুর আর্বান আসন থেকে ভোটে লড়ার আগে হলফনামাও জমা দিয়েছেন এই হেভিওয়েট প্রার্থী৷ তাঁর হলফনামা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ৷ 

আরও পড়ুন- প্রবল হাওয়ার জেরেই বন্ধ রাখা হয় নেতাজির হলোগ্রাম,বিতর্কের মাঝে সাফাই সংস্কৃতি মন্ত্রকের

তিনি শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীই নন, তিনি যোগীও বটে৷ তাঁকে সর্বদাই দেখা যায় গেরুয়া বসনে৷ তবে তাঁর নামেও রয়েছে ফৌজদারি মামলা! অখিলেশ যাদবের হুঁশিয়ারি, ক্ষমতায় এলেই পুরনো মামলার তদন্ত হবে৷ কিন্তু জানেন কি কত টাকার সম্পত্তির মালিক যোগী আদিত্যনাথ? হলফনামা অনুযায়ী, কোটি টাকার মালিক তিনি৷ তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ পয়সা৷ তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ টাকা৷ দিল্লি, লখনউ ও গোরক্ষপুরে ৬টি পৃথক ব্যাঙ্কের ১১টি অ্যাকাউন্ট ১ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার টাকা রয়েছে তাঁর৷ তবে তাঁর নিজস্ব কোনও জমি বা বাড়ি নেই৷ ন্যাশনাল সেভিংস স্কিম ও বিমায় তাঁর বিনিয়োগ ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকা৷ তাঁর কাছে রয়েছে একটি সোনার কুণ্ডল৷ যার দাম ৪৯ হাজার টাকা৷ গলায় রয়েছে একটি সোনার চেন৷ যাতে তিনি রুদ্রাক্ষ পরেন৷ সেই চেনের দাম ২০ হাজার টাকা৷ রয়েছে ১২ হাজার টাকার একটি মোবাইল ফোন৷ 

গলায় রুদ্রাক্ষ থাকলেও, তাঁর ঝুলিতে থাকে অস্ত্র৷ তাও একটি নয় দু’দুটি৷ একটি রিভলভার ও একটি রাইফেল সঙ্গে রাখেন মুখ্যমন্ত্রী৷ রিভলভারটির দাম ১ লক্ষ টাকা আর রাইফেলটির দাম ৫০ হাজার টাকা৷ উল্লেখ্য, ২০১৭ সালে আদিত্যনাথ যখন বিধান পরিষদের সদস্য হয়েছিলেন, তখন তাঁর স্থাবর – অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৯৫ লক্ষ ৯৮ হাজার টাকা৷ সে বার জানিয়েছিলেন, একটি চারচাকা গাড়ি আছে তাঁর৷ এবার জানিয়েছেন, তাঁর নিজস্ব কোনও গাড়ি নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =