প্রবল হাওয়ার জেরেই বন্ধ রাখা হয় নেতাজির হলোগ্রাম,বিতর্কের মাঝে সাফাই সংস্কৃতি মন্ত্রকের

প্রবল হাওয়ার জেরেই বন্ধ রাখা হয় নেতাজির হলোগ্রাম,বিতর্কের মাঝে সাফাই সংস্কৃতি মন্ত্রকের

1dfc2523fcc2858a809dc409d6f329a1

নয়াদিল্লি:  রাজধানীর ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির পূর্ণাবয়ব গ্রানাইট মূর্তি৷ কিন্তু যতক্ষণ না সেই মূর্তি বসানো হচ্ছে, ততক্ষণ সেখানে থাকবে হলোগ্রাম মূর্তি৷ গত ২৩ জানুয়ারি নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু নেতাজির সেই হলোগ্রাম মূর্তি নিষ্প্রদীপ হতেই প্রতিবাদে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা৷ এর পরেই সাফাই দিল সংস্কৃতি মন্ত্রক৷ যদিও সংবাদ সংস্থা এএনআই-এ প্রকাশিত মন্তব্য সরকারি নয় বলেই মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- রাজ্যপাল ইস্যুতে সরগরম সংসদ, বাজেট অধিবেশন বয়কট তৃণমূলের

সংস্কৃতি মন্ত্রকের উচ্চপর্যায়ের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়,  এখানে রাজনীতির কোনও প্রশ্ন নেই। প্রবল হাওয়া চলছিল৷ সেই কারণেই কিছুক্ষণের জন্য নেতাজির হলোগ্রাম মূর্তির আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। হাওয়ার বেগ কমার পরেই মধ্যরাতে ফের হলোগ্রামের আলো জ্বালিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে বলে জানায় সংস্কৃতি মন্ত্রক। 

জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি নেতাজির হলোগ্রামের প্রোজেক্টর যন্ত্রটি খারাপ হয়ে যায়। এর জেরেই নিভে যায় হলোগ্রামের আলো। দাবি, প্রবল হাওয়ার জেরেই বিগড়ে গিয়েছিল প্রজেক্টরটি। এদিকে, ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির আলো নেভার খবর পেয়েই সেখানে ছুটে যান তৃণমূল সাংসদরা। গিয়ে দেখেন, ইন্ডিয়া গেট অন্ধকার। প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই সেখানেই ধর্নায় বসে পড়েন সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, মৌসম বেনজির নূরেরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁদের  স্লোগান, ‘নেতাজিকে অন্ধকারে রাখবেন না’। সৌগত রায় বলেন, ‘‘নেতাজির হলোগ্রাম মূর্তি হাওয়ায় উড়ে গিয়েছে৷  নেতাজির প্রতি বিজেপি-র ভালবাসা, সম্মান, সবই উবে গিয়েছে। গ্রানাইট মূর্তি বসানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *